আশ্বিনেই বিশেষ তারিখ নিয়ে বিয়ে, কনের সাজে রূপসী রূপসা, মেনুতে ছিল কী কী চমক!

বাংলাহান্ট ডেস্ক : দেবীপক্ষ পড়তে না পড়তেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। মহালয়ার পরের দিনই দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। আশ্বিন মাসে সাধারণত হিন্দু বাঙালিদের বিয়ে না হলেও ছক ভেঙে সেটাও করে ফেলেছেন রূপসা (Rupsa Chatterjee)। ঠাকুর মশাইয়ের থেকে বিশেষ তারিখ নিয়েই নাকি সম্পন্ন হয়েছে বিয়ে। কেমন সাজগোজ করলেন কনেরূপী রূপসা (Rupsa Chatterjee)?

কনের সাজে রূপসা (Rupsa Chatterjee)

আইনি বিয়েটা ঢের আগেই সেরে রেখেছিলেন রূপসা (Rupsa Chatterjee) এবং সায়নদীপ। বাকি ছিল শুধু সামাজিক বিয়েটা। তার জন্য এদিন মেরুন রঙা বেনারসী শাড়ি বেছে নিয়েছিলেন রূপসা (Rupsa Chatterjee)। সঙ্গে সর্বাঙ্গে সাবেকি সোনার গয়না, কপালে হালকা চন্দনের কলকা, মাথায় চেলি আর মুকুট। কনের সাজে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে।

আরো পড়ুন : সেরাটা দিয়েও পাননি দর্শকদের সাড়া, এই ৫ ‘ফ্লপ’ ছবি না দেখলে নিজেকে শাহরুখ ভক্ত বলবেনই না!

বিয়েতে কী খাওয়ালেন অভিনেত্রী

ঠাকুরপুকুরের একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল রূপসা সায়নদীপের বিয়ের আসর। বিয়ের দিন মেনুতে সম্পূর্ণ বাঙালি খাবার দাবারের আয়োজন রেখেছিলেন রূপসা (Rupsa Chatterjee)। তবে রিসেপশনে থাকছে চমক। এদিন অভিনেত্রীর সাজেও যেমন থাকবে পশ্চিমী ছোঁয়া, তেমনি মেনুকার্ডেও থাকবে নানান পশ্চিমী ডিশ। বিয়ের পর এবার রূপসার (Rupsa Chatterjee) রিসেপশনের লুক দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আরো পড়ুন : ‘সিঙ্গেল থাকতে চাই’, সাফ কথা সুস্মিতার, এভি-র সঙ্গে প্রেম শুধুই গুজব?

অনেকদিন ধরে চলছিল আইবুড়োভাত

বেশ কিছুদিন ধরেই চলছিল রূপসা (Rupsa Chatterjee) সায়নদীপের আইবুড়োভাত পর্ব। অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, বিভিন্ন বন্ধু, আত্মীয় স্বজনদের বাড়িতে চুটিয়ে আইবুড়োভাত খাচ্ছিলেন তিনি। তাই ফিগার মেনটেন করতে বাড়িতে কম কম খাচ্ছিলেন রূপসা (Rupsa Chatterjee) মহালয়ার দিন বাড়িতে শেষ আইবুড়োভাত এবং মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল তাঁর। তারপরের দিন সকালে গায়ে হলুদ সেরে বিয়ে।

Rupsa Chatterjee

রূপসা এও বলেছিলেন, বাড়িতে বসে থাকার মেয়ে তিনি নন। এই সময়ে না চাইতেও তাঁর কাছে প্রচুর কাজ এসেছে। কিন্তু তিনি সকলকে বলেছেন তাঁকে যেন ক্ষমা করে দেন সবাই। বিয়ে মিটলেই তিনি কাজ শুরু করবেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর