“আমি তো ভুল করিনি…” বিয়ের মাস ঘুরতেই মা হচ্ছেন অভিনেত্রী, ট্রোলারদের পাল্টা জবাব রূপসার!

বাংলা হান্ট ডেস্ক: কাঞ্চন শ্রীময়ী অতীত, এখন চর্চার কেন্দ্র বিন্দুতে অভিনেত্রী রূপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee)। পুজোর মাসেই সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রুপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee) এবং সায়নদীপ। বেশ ধুমধাম করেই বিয়ে করেন তারা। বিয়ে হয়েছে সবে এক মাস হয়েছে। তবে এর মধ্যেই সুখবর দিয়েছেন টলিপাড়ায়। তাদের সংসার এ নতুন সদস্য আসতে চলেছে। দুজনে বাবা-মা হতে চলেছেন এমনই খবর দেন সমাজ মাধ্যমে।

১৪ই আগস্ট শিশু দিবসের দিনই তিনি এই সুখবর দেন। সাদা কেক হাতে নিয়েই অভিনেত্রী এবং অভিনেত্রীর স্বামী এই সুখবর প্রকাশ্যে আনেন। জানা যায়, রুপসা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। আর এই সুখবর প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে মন্তব্যের ঝড় শুরু হয়। কেউ কেউ অভিনন্দন বার্তা জানালেও কেউ কেউ এই বিষয়টিকে নিয়ে ট্রোল করতে শুরু করেন। রুপসা এবং সায়নদীপকে কাঞ্চন শ্রীময়ীর সঙ্গেও তুলনা করেন কিছু নেটিজেন। আর সেই ট্রোলারদের মুখ বন্ধ করতে পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee)।

Rupsa Chatterjee

বিশিষ্ট সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রোলারদের মুখ বন্ধ করেছেন। যদিও অভিনেত্রী প্রথমেই সাক্ষাৎকারে নিজের মাতৃত্বের সুখের কথা জানান। অভিনেত্রী বলেন, “যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, এত দ্রুত দিনগুলো পেরিয়েছে যে কিছুই উপলব্ধি করতে পারেনি। তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, এখন মনে হচ্ছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! সবাই অভিনন্দন বার্তা জানাচ্ছে, প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে। এই অনুভূতিগুলো তো প্রথমবার অনুভব করছি, ভাষায় বলে বোঝাতে পারব না।”

আরো পড়ুন : “লেখাটি এডিট করব না”, রাত দখলকে সামনে রেখে চাকরি খোঁজার “অভিযোগে” কি জানালেন রিমঝিম?

এরপরই অভিনেত্রীকে ট্রোলিংয়ের বিষয়ে জিজ্ঞেস করতেই, তিনি কিছুটা কড়া গলায় জবাব দেন। বলেন “আমার জীবনটা খোলা খাতার মতো, সেটা ফ্যানসদের জন্য হোক বা সোশ্যাল মিডিয়ায়। লুকানোর জায়গা নেই, আর মানুষ লুকায় কখন, যখন ভুল করে বা বলতে দ্বিধাবোধ করে। আমি তো কোনও ভুল করিনি, এটা আমার কাছে খুশির খবর।”

আরো পড়ুন : ব্যয় করে কাঁড়ি কাঁড়ি টাকা! তারপরে কী আদৌ কোন লাভ হয় ISRO’র? অবশেষে ফাঁস হল গোপন তথ্য

এরপরই তিনি বলেন, সমাজ মাধ্যমে যেমন খারাপ ব্যক্তি রয়েছে তেমনি কিছু ভালো ব্যক্তি রয়েছে। তিনি সমাজ মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই খবর ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী বলেছেন কে কি বলছে না বলছে তাতে কোন যায় আসে না। নায়িকা আরো জানিয়েছেন, আমাকে ট্রোলারদের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করতে হয়নি। কারণ কটাক্ষের জবাব দিয়ে দিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরাই। অভিনেত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভক্তরা।

অর্থাৎ অভিনেত্রীর কথায় বোঝা গেছে তিনি এই সমস্ত নেগেটিভ মন্তব্য নিয়ে মাথা ঘামাচ্ছেন না। আগামী দিনের কথা ভেবে তিনি এখন সংসার করছেন। আর যে আসবে তার অপেক্ষায় দিন গুনছেন। খুব শীঘ্রই অভিনেত্রী রুপসা চ্যাটার্জির (Rupsa Chatterjee) ঘর আলো করে আসবে ফুটফুটে সন্তান। এখন শুধু শুভ সময়ের অপেক্ষা।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর