লকডাউনে ঘরবন্দি, আদরের ‘নেড়ু’র সঙ্গে দারুন সময় কাটাচ্ছেন রূপসা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নায়িকা ছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেও যে দর্শকদের প্রিয় হয়ে ওঠা যায় তা কাজে করে দেখিয়ে দিয়েছেন রূপসা চক্রবর্তী (rupsha chakraborty)। প্রযোজক স্বামী স্নেহাশিস চক্রবর্তীর অনুপ্রেরণাতেই গৃহবধূ থেকে অভিনেত্রী হয়ে ওঠা রূপসার। আর এখন তো একের পর এক সিরিয়ালে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি।

ছেলে ও স্বামীকে নিয়ে ছোট্ট সুখের সংসার রূপসার। এখন অবশ‍্য আরেকজন সদস‍্যও এসেছে তাঁর পরিবারে। রবিবার থেকে কার্যত লকডাউনে বন্ধ শুটিং। এই সময়টা এই সদস‍্যকে নিয়েই সময় কাটাচ্ছেন রূপসা। তিনি হলেন অভিনেত্রীর খুদে ভাইঝি নেড়ু। হ‍্যাঁ, এই নামেই আদরের ভাইঝিকে ডাকেন তিনি।


নেড়ুকে আদর করে, তার সঙ্গে খেলেই দিব‍্যি সময় কাটছে রূপসার। ভাইঝির সঙ্গে খেলার একটি ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। ব‍্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে ‘গলি মে আজ চান্দ নিকলা’ গানটি। ক‍্যাপশনে রূপসা লিখেছেন, ‘নেরু হল আমার চাঁদ’। ইতিমধ‍্যেই ভিডিওটি বেশ ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। ১৪ হাজার লাইক পড়েছে নেড়ু ও রূপসার খুনসুটিতে।

প্রসঙ্গত, স্বামীর হাত ধরে অভিনয়ে পা রাখলেও রূপসার বাবা, জ‍্যাঠা অভিনয় করেন এবং যথেষ্ট পরিচিত মুখ। রূপসাও গৃহবধূ থেকে অভিনেত্রী হওয়ার সফর শুরু করে এখন বেশ সাফল‍্য পেয়ে গিয়েছেন। খোকাবাবু সিরিয়ালে রূপসার অভিনয় ভূয়সী প্রশংসিত হয়েছে। বৌমণির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়াও দীপ জ্বেলে যাই, জড়োয়ার ঝুমকো, রাখিবন্ধন সিরিয়ালে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রূপসা। আকাশ আটের রাঁধুনি শো টিও সঞ্চালনা করছেন তিনি। পাশাপাশি এই মুহূর্তে জীবন সাথী ও গঙ্গারাম সিরিয়ালে অভিনয় করছেন রূপসা।

সম্পর্কিত খবর

X