মালিককে আক্রমণ করে বিষাক্ত সাপ, প্রভুকে বাঁচাতে মরণপণ লড়াই পোষ্যর! তারপর…..

বাংলাহান্ট ডেস্ক : যখনই আমরা কুকুরের কথা বলি, তখনই “আনুগত্যের” মতো শব্দ প্রথম আমাদের মাথায় আসে। কুকুর তাদের মালিকের প্রতি খুবই অনুগত হয় এবং যখনই মালিক কোন সমস্যায় পড়েন তখনই পোষা কুকুরটি তার পাশে গিয়ে দাঁড়ায়। এবারও এমনই কিছু দেখা গেল। একটি কুকুর তার মালিকের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দিল।

জানা গিয়েছে, তার মালিকের জীবন বাঁচাতে গব্বর নামের একটি কুকুর পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের সাথে লড়াই করে। সাপটি মারা না যাওয়া পর্যন্ত তাকে কামড়াতে থাকে। সাপটিও অনেকবার গব্বরকে আক্রমণ করেছিল, যার কারণে সেও অল্প সময়ের মধ্যে মারা যায়। প্রাণপণ লড়াই শেষে গব্বর পৃথিবী ছেড়ে চলে যেতেই কান্নায় ভেঙে পড়েন মালিক‌।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের প্রতাপপুরার বাসিন্দা জেলা পঞ্চায়েত সদস্য অমিত রাইয়ের আরও অনেক পোষা কুকুর আছে, তবে গব্বর ছিল তাদের মধ্যে সবচেয়ে বিশেষ এবং ঘনিষ্ঠ। পাঁচ বছর আগে মালিক তাকে তার বাড়িতে নিয়ে আসেন। তিনি তার পোষা কুকুরকে নিয়ে তার খামার বাড়িতে হাঁটছিলেন। তখন রাসেলর ভাইপার সাপ তার পায়ের নিচে চলে আসে। এতে সাপটি তাকে আক্রমণ করে, কিন্তু তখনই গব্বর সাপটিকে ধরে মালিকের কাছ থেকে কেড়ে নেয়। কুকুর আর সাপের মধ্যে তুমুল লড়াই হয়। সাপটিকে মেরে ফেলার পর মাটিতে লুটিয়ে পড়ে গব্বর। এই লড়াইয়ে দুজনেরই মৃত্যু ঘটেছে।

mordedura perro

কুকুরটির মালিক অমিত তাকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়ার সময়ও পাননি। ততক্ষণে গব্বর মারা গিয়েছে। কুকুরের মৃত্যুর পর কুকুরটির মালিক খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং গব্বরকে দেখে কেঁদে ফেলেন। গত পাঁচ বছর ধরে তার সঙ্গে রয়েছে গোবর। অমিতকে কোলে করে গাব্বারকে খাওয়ানোর একটি ছবি রয়েছে, যা বেশ ভাইরাল হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর