বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) এবং রাশিয়ার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়াকে বড় বড় হাতিয়ার তৈরির দায়িত্ব দিয়েছে ভারত। করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপ থেকে ভারত সুরক্ষা পেলেও, পাকিস্তানের আতঙ্ক হামলা থেকে ভারতের সুরক্ষা পাওয়ার জন্য হাতিয়ারের প্রয়োজন। এই কারণে ভারত ৭৫ হাজার আসল্ট রাইফেল তৈরির অর্ডার দিয়েছিল আমেরিকাকে। ফ্রান্সকে ৩৬ রাফেল তৈরির অর্ডার দিয়েছিল এবং রাশিয়াকে S400 (S-400 missile system)- এর জন্য আবেদন করেছে ভারত। পাকিস্তানের পরমাণুর সঙ্গে মোকাবিলা করার জন্য ভারতের কাছে S400 একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর ফলে পাকিস্তানের সীমান্ত এলাকা লক করে দিলে, পাক যুদ্ধ বিমান ভারতে প্রবেশ করতে পারবে না।
এছাড়াও রাফাল যুদ্ধ বিমান বিশ্বের এক অত্যতম শক্তিধর যুদ্ধ বিমান। আক্রমণের ক্ষমতা বাড়ানোর জন্য ভারতের এই রাফাল যুদ্ধ বিমানের প্রয়োজন। আবার অন্যদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে আসল্ট রাইফেলও অত্যন্ত প্রয়োজনীয় এক অস্ত্র। কিন্তু আমেরিকা এবং ফ্রান্সে করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করায়, তারা এই অস্ত্রের উৎপাদন এবং রপ্তানি এখন বন্ধ রেখেছে।
এই সংকটের মধ্যে আমেরিকা এবং ফ্রান্স অস্ত্র তৈরিতে বাধ দিলেও, ভারতকে সাহায্যের জন্য রাশিয়া S400 এয়ার ডিফেন্স সিস্টেমের রপ্তানি বন্ধ করবে না। সঠিক সময় মতো এই সিস্টেমের ডেলিভারিও দিতে চায় রাশিয়া। এইজন্য সম্পূর্ণ সেফটির সঙ্গে রশিয়া এই কাজ করে চলেছে। তারা তাঁদের কাজ বন্ধ করতে চায় না।
এই সিস্টেমের রপ্তানি যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে পাকিস্তানের পরমাণু হামলার হাত থেকে নিস্তার পাবে না ভারত। একবার যদি ভারতের কাছে S400 সিস্টেম চলে আসে, তাহলে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। আসল্ট রাইফেল এবং রাফাল যুদ্ধ বিমানও অত্যন্ত প্রয়োজন ভারতের কাছে। ভারতের গ্রাউণ্ড সেনাদের জন্য এই আসল্ট রাইফেল প্রয়োজনীয়। আবার শুধুমাত্র পাকিস্তান নয় চীনের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতেও রাফাল যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ হাতিয়ার।
করোনা ভাইরাসের কারণে আমেরিকা এবং ফ্রান্স এই সব হাতিয়ার পরিষেবা বন্ধ রাখেছে। এবং অন্যদিকে রাশিয়ায় অবস্থিত ভারতীয় অ্যাম্বাসাডারকে রাশিয়া সঠিক সময়ে হাতিয়ার পাঠানোর আশ্বাস দিয়েছে। ভারতের জন্য এ এক অত্যন্ত খুশির খবর এখন।