সংকটে আটকে পড়া ভারতীয় সহ বাকিদের জন্য সিদ্ধান্ত, দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে একটি বড় খবর আসছে। জানা যাচ্ছে যে, সংকটে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ইউক্রেনের দুটি শহর মারিউপোল এবং ভলনোভাখাতে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বলা হয়েছে, এখানে আটকে পড়া মানুষদের বের না করা পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো হামলা হবে না।

আলবেনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আহ্বানে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর ইউরোপের সবচেয়ে বড় বৈঠক চলাকালীন রাষ্ট্রসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেনে আটকা পড়া বিদেশী নাগরিকদের শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার সামরিক বাহিনী সব কিছু করবে। তিনি অভিযোগ করে বলেন যে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পূর্ব ইউক্রেনের খারকিভ এবং সুমি শহরে 3,700 জনেরও বেশি ভারতীয় নাগরিককে জোর করে আটকে রেখেছে।

   

রাশিয়ান রাষ্ট্রদূত বলেছেন যে, ইউক্রেন ভারতীয় ছাত্র সহ অনেক বিদেশী নাগরিককে জোর করে আটকে রেখেছে এবং তাদের সংখ্যা প্রচুর। খারকিভে ভারতের 3,189 নাগরিক, ভিয়েতনামের 2,700 নাগরিক, চীনের 202 নাগরিক আটকা পড়েছেন। এছাড়া ভারতের 576 জন, ঘানার 101 জন, চীনের 121 জন নাগরিক সুমিতে আটকা পড়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর