বাংলাহান্ট ডেস্ক : বিগত দু বছর ধরে চলা রাশিয়া (Russia) ইউক্রেন যুদ্ধে এবার ঘটে গেল বড়সড় ঘটনা। এই প্রথম ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চালাল রাশিয়া। যেমনটা জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাশিয়ার (Russia) অস্ত্রখান এলাকা থেকে ছোঁড়া মিসাইল গিয়ে পড়ে ইউক্রেনের দনিপ্রো এলাকায়। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি এবার পারমাণবিক হামলার পথেই হাঁটছে পুতিন সরকার?
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার (Russia)
অতি সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহারে অনুমতি পেয়েছে ইউক্রেন। ওই দেশের অস্ত্রনীতিতে বদল আনে জো বাইডেন প্রশাসন। তারপরেই রাশিয়ার (Russia) এই পদক্ষেপ। এই হামলার বিষয়ে রাশিয়ার তরফে কিছু বলা না হলেও ইউক্রেনের বায়ুসেনা জানিয়েছে, রাশিয়ার অস্ত্রখান থেকে ছোঁড়া হয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।
কতটা ক্ষমতাধর এই মিসাইল: জানা গিয়েছে, এদিন ইউক্রেনে নিশানা করে যে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল সেটি RS-26 Rubezh মিসাইল। উল্লেখ্য, সাধারণ বিস্ফোরক ছাড়াও পরমাণু বোমা বহন করার ক্ষমতাও রয়েছে এই মিসাইলের। একবারে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই মিসাইল। তবে স্বস্তির খবর, এদিন যে মিসাইলটি ছোঁড়া হয়েছে তাতে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।
আরো পড়ুন : এক বছরে ১০০-রও বেশি বিদেশির মৃত্যুদণ্ড! রয়েছেন ভারতীয়রাও, এই দেশ গড়ল ভয়ঙ্কর রেকর্ড
পরমাণু হামলার পথে পুতিন: এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা থাকত তবে তা কতটা ক্ষতি করতে পারত? বিশেষজ্ঞদের মতে, সেক্ষেত্রে মাত্র একটি মিসাইল দিয়েই ইউক্রেনের একটি বড় অংশ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্ভব হত। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের অস্ত্রনীতিতে বদল আনা হতেই পরমাণু নীতিতেও বদল এনেছে রাশিয়া (Russia)।
আরো পড়ুন : সমুদ্রের বুকেই নিরাপত্তা বলয়, গলতে পারবে না মাছিও! ২৬/১১-র আগেই কড়া পদক্ষেপ সেনার
এই নতুন নীতিতে বলা হয়েছে, পরমাণু শক্তি রয়েছে এমন কোনো রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র যদি রাশিয়ায় হামলা করে, সেক্ষেত্রে পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রের উপরে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। এরপরেই ইউক্রেনের উপর মিসাইল হামলায় চিন্তা বেড়েছে আন্তর্জাতিক মহলের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার