যুদ্ধের মধ্যেই শত্রু দেশের তালিকা তৈরি করেছে রাশিয়া! অন্তর্ভুক্ত রয়েছে এই ৩১ টি দেশ

বাংলা হান্ট ডেস্ক: ইউক্রেনের সঙ্গে চলা ভয়াবহ যুদ্ধের মধ্যেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এমনিতেই, ইউক্রেন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে রাশিয়ার শত্রুতা সর্বজনবিদিত। এবার রাশিয়ার পক্ষ থেকে আরও ৪টি দেশের একটি তালিকা জারি করা হয়েছে যেগুলিকে “শত্রু দেশ” হিসেবেই চিহ্নিত করেছে পুতিনের দেশ। ইতিমধ্যেই চিনের গণমাধ্যম সংস্থা CGTN (China Global Television Network) এই বিষয়টি সামনে এনেছে।

এই প্রসঙ্গে CGTN টুইট করে জানিয়েছে যে, রাশিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই একটি শত্রু দেশের তালিকা জারি করা হয়েছে। ইউক্রেন ছাড়াও এই তালিকায় রয়েছে আমেরিকা, ব্রিটেন ও জাপানের নাম। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (EU) আরও ২৭ টি সদস্য দেশকেও এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার ওপর ক্রমাগত ক্ষুব্ধ আমেরিকা ও ব্রিটেন। ইতিমধ্যেই রাশিয়ার ওপর একাধিক বিধিনিষেধও জারি করেছে বাইডেন প্রশাসন।

   

এদিকে, এই তালিকায় রয়েছে কানাডার নামও। এছাড়াও, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের পাশাপাশি সুইজারল্যান্ড, আলবেরিয়া, আইসল্যান্ড, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ানকেও “Unfriendly” দেশের তালিকায় রাখা হয়েছে। যদিও, ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর বিরুদ্ধে রাশিয়ার উপর এই সমস্ত দেশগুলি কোনো না কোনো ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা তারই ফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি, গত সোমবার ছিল ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলা যুদ্ধের দ্বাদশ দিন। বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও দুই দেশের মধ্যে যুদ্ধ ক্রমাগত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার বিধ্বংসী হামলায় ইতিমধ্যেই হোস্টোমেলের মেয়র ইউরি প্রিলিপকো নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

WhatsApp Image 2022 03 08 at 11.18.13 AM

এছাড়াও, গত রবিবার ক্ষেপণাস্ত্র হামলায় ভিনিশিয়া বিমানবন্দর ধ্বংস হয়ে যায়। অন্যদিকে, আমেরিকাসহ একাধিক ন্যাটো অন্তর্ভুক্ত দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিতে রাজি হয়েছে। এমনকি মনে করা হচ্ছে যে, খুব শীঘ্রই আমেরিকা ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর