পাত্তা পেলনা আমেরিকার হুমকি! রাশিয়ার হাত ধরে এবার ভারত যা করল…..জানলে হবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়ার তেলের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা রীতিমতো অকার্যকর হিসেবেই বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, ভারত আবারও রাশিয়ার (Russia-India) কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় চলতি মাসে অর্থাৎ মার্চে এটি বৃদ্ধি পেয়েছে। মূলত, গত জানুয়ারিতে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। যার মধ্যে ভারত ও চিনের কাছে বিক্রি হওয়া অপরিশোধিত তেলও অন্তর্ভুক্ত ছিল। জো বাইডেনের প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছিল। এদিকে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে, মার্চে তেল বিক্রির গতি বাড়িয়েছে রাশিয়া।

রাশিয়ার কাছ থেকে বিপুল তেল কিনল ভারত (Russia-India):

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে বলা হয়েছে, মার্চ মাসে ভারত রাশিয়া (Russia-India) বিপুল পরিমাণ তেল কিনেছে। এর মুখ্য কারণ হল রাশিয়ান তেল সহজলভ্য হয়ে উঠেছে। যেখানে বেশিরভাগ তেল ব্যারেল প্রতি ৬০ ডলারেরও কম দামে পাওয়া যাচ্ছে। এই কারণে কোনও সীমাবদ্ধতা ছাড়াই ভারতে তেল আনার জন্য জাহাজগুলিও সহজেই মিলছে। এদিকে, রাশিয়ার কাছে বেশি তেল থাকার একটি বড় কারণ হল ইউক্রেন রাশিয়ার তেল কারখানায় ড্রোন দিয়ে হামলা করেছে। এই কারণে রাশিয়ায় তেলের ব্যবহার কমে গেছে এবং তারা বাইরে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে।

কত তেল কিনেছে ভারত: এই প্রসঙ্গে তেলের বাজার পর্যবেক্ষণকারী কোম্পানি কেপলার (Kpler) কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে। ওই তথ্য অনুসারে, মার্চের প্রথম ২১ দিনে, ভারত রাশিয়ার (Russia-India) কাছ থেকে প্রতিদিন গড়ে ১.৮৫ মিলিয়ন ব্যারেল (bpd) তেল কিনেছে। ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল প্রতিদিন ১.৪৭ মিলিয়ন ব্যারেল। যেখানে জানুয়ারিতে তা ছিল ১.৬৪ মিলিয়ন bpd। এর মানে ভারত মার্চ মাসে রাশিয়ার কাছ থেকে বেশি তেল কিনেছে। জানিয়ে রাখি যে, সামগ্রিকভাবে মার্চ মাসে ভারত যে তেল কিনেছে তাতে রাশিয়ার অংশ রয়েছে ৩৫ শতাংশের বেশি। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যা ছিল যথাক্রমে ৩৩ শতাংশ এবং ৩১ শতাংশ।

Russia-India latest relation America update.

সবচেয়ে এগিয়ে ভারত ও চিন: জানিয়ে রাখি যে, জানুয়ারি থেকে মার্চ মাসে, ভারত প্রতিদিন গড়ে ১.৭৫ মিলিয়ন bpd তেল রাশিয়া (Russia-India) থেকে কিনেছে। এমনকি গত ২ বছরে ভারত প্রায় একই পরিমাণ তেল কিনেছিল। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে। এর পর পশ্চিমী দেশগুলি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয়। সেই থেকে ভারত ও চিন রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল ক্রয়কারী দেশ হয়ে উঠেছে।

আরও পড়ুন: খেলার মাঠেই হার্ট অ্যাটাক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে: জানুয়ারিতে জো বাইডেন প্রশাসন রাশিয়ার তেল নিষিদ্ধ করেছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েকদিন আগে এই সিদ্ধান্ত নেন বাইডেন। ওই সময়ের মধ্যে, বিডেন প্রশাসন ১৮৩ টি জাহাজও নিষিদ্ধ করেছিল। ওই জাহাজগুলি রাশিয়া থেকে তেল পরিবহণ করত। এছাড়া রাশিয়ার ২ টি বড় তেল কোম্পানি ও বিমা কোম্পানিকেও নিষিদ্ধ করেছিলেন তিনি।

আরও পড়ুন: কোহলিকে প্রণাম করার “বিরাট শাস্তি”! এই তরুণের সাথে যা হল…..কাতর আর্জি মায়ের

কিভাবে বাড়ল তেলের বিক্রি: এখন প্রশ্ন হচ্ছে যে, আমেরিকা যখন রাশিয়ার তেল নিষিদ্ধ করেছে, তাহলে রাশিয়া কেন এমন পরিস্থিতিতে তেল বিক্রি করছে? আসলে এই নিষেধাজ্ঞার কারণে, ভারতীয় তেল কারখানাগুলি রাশিয়া থেকে তেল আনতে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছিল। তারা নিষিদ্ধ জাহাজ এবং বিমা কোম্পানির সাথে কাজ করতে চায়নি। কিন্তু, এখন রাশিয়ান তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের নিচে নেমে গেছে। পাশাপাশি, জাহাজ এবং বিমা সমস্যার সমাধান করা হয়। G7 দেশ এবং তাদের মিত্ররা একটি নিয়ম করেছে যে রাশিয়ান তেলের দাম ৬০ ডলারের কম হলে, পশ্চিমী দেশগুলির জাহাজ এবং বিমা সংস্থাগুলি রাশিয়া থেকে তেল পরিবহনে সহায়তা করতে পারে। কেপলারের ডেটাবেস অনুযায়ী, রাশিয়া থেকে ভারতে (Russia-India) আসা প্রত্যেক জাহাজেই কোনও নিষেধাজ্ঞা নেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর