বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের জন্য ভারতকে (India)ধন্যবাদ জানালো রাশিয়া (Russia)। এই বিষয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এর মুখপাত্রের তরফ থেকে এই বয়ান সামনে এসেছে। রাশিয়া জানায় করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ওষুধের সাপ্লাইয়ের জন্য ভারতকে (India) ধন্যবাদ জানাই। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে, আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সহযোগিতা আর এই যুদ্ধের জন্য নেওয়া ভারতের পদক্ষেপের প্রশংসা করি। এএনআই এর ট্যুইট অনুযায়ী, রাশিয়ায় ভারতীয় দূতাবাসে এই ধন্যবাদ বার্তা পাঠানো হয়েছে।
"Russia is grateful to India for decision to supply medicines to fight COVID19. We regard this decision of India as an effective step towards implementing agreements on cooperation in the fight against COVID19,"Russian President Putin’s Spokesperson: Embassy of India in Russia pic.twitter.com/l8SQJZDpPY
— ANI (@ANI) April 17, 2020
রাশিয়ার একটি সংবাদ সংস্থা অনুযায়ী, ভারতের এই পদক্ষেপ দুই দেশের মজবুত অংশিদারিত্বের উদাহরণ। শুক্রবার ক্রেমলিন এর মুখপাত্র দিমিত্রি পেস্কোব এই বিষয়ে রিপোটার্সদের জানান। উনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দেওয়া সাহায্যের জন্য ধন্যবাদ জানান। উনি বলেন, মস্কো এই বিষয়ে খুব খুশি যে ভারত সরকার করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ওষুধ পাঠিয়ে সাহায্য করেছে। আমরা এর জন্য ভারতকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।
উনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ২৫ মার্চ ফোনে কথা হয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সহযোগিতার কারণে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। উনি বলেন, ভারত নিজেই এইস সময় মাহামারীর কারণে সঙ্কটে রয়েছে। আর এই কঠিন সময়েও আমাদের ওষুধ পাঠানোর সিদ্ধান্ত দুই দেশের অংশিদারিত্বকে আরও মজবুত করবে।
এর আগে ভারতে রাশিয়ার রাজদূত সংবাদদাতাদের জানিয়েছিলেন যে, ভারত রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদের জন্য ওষুধ পাঠাচ্ছে। উনি বলেছিলেন, শিপমেন্টে বেশিরভার প্যারাসিটামল আর হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ আছে। রাশিয়ার রাজদূত বলেছিলেন, ওষুধের প্রথম খেপ এপ্রিলের শেষ নাহলে মে মাসের প্রথমে পৌঁছে যাবে রাশিয়ায়।