ভারতের Aero India 2021 অনুষ্ঠান দেখে অভিভূত রাশিয়া, প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ান রাষ্ট্রদূত

বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সালের সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে আবারও বন্ধুত্বের পথে এগোচ্ছে ভারত (india) রাশিয়া (russia)। চীনকে নিয়ে দুই দেশের মধ্যে মনোমালিন্য তৈরি হওয়ায়, বিগত ২০ বছরে এই প্রথমবার দুই দেশের মধ্যেকার বার্ষিক সম্মেলনকে বাতিল ঘোষণা করেছিল ভারত।

বিগত বছরের সমস্ত ভুল বোঝাবুঝিকে সরিয়ে নতুন বছরে শুধুমাত্র একজন হাতিয়ারের ক্রেতা বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দুই দেশ। এবার আবারও রাশিয়ার মুখে শোনা গেল ভারতের গুণগান।

ব্যাঙ্গালোরে আয়োজিত হয়েছে Aero India 2021। ৩ রা ফেব্রুয়ারী থেকে ৫ ই ফেব্রুয়ারী অবধি চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বের তাবড় তাবড় প্রতিরক্ষাখাতের কোম্পানি তাদের আধুনিক এবং উন্নতমানের হাতিয়ার, সরঞ্জামের ক্ষমতা প্রদর্শন করছে। এই তালিকায় নাম রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়ার মত বড় বড় দেশের নাম যুক্ত রয়েছে।

করোনা আবহের মধ্যে ভারতের এই বৃহত আয়োজন দেখে একদিকে যেমন চীন পাকিস্তানের কাল ঘাম ছুটতে শুরু করেছে, তেমন অন্যদিকে অন্যান্য সব দেশ ভারতের প্রশংসায় মুখর হয়েছে। সেই তালিকায় নাম লিখিয়েছে রাশিয়াও।

917909 modi and putin

সংবাদ সূত্রের খবর, ভারতে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রদূত ভারতের Aero India 2021 ইন্টারন্যাশানাল এয়ার শোয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘করোনা আবহের মধ্যেও এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা মুখের কথা নয়। বিশ্বের সর্বাধিক প্রসিদ্ধ অনুষ্ঠানের মধ্যে এটি একটি। রাশিয়া এই অনুষ্ঠানের অংশ হওয়ায় আমি খুবই গর্বিত’।

তিনি বলেন, ‘রাশিয়ার বিভিন্ন উন্নত মানের আধুনিক এবং শক্তিশালী হাতিয়ার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। রাশিয়ার এবং ভারতের সেনা ক্ষমতা দুই দেশের বন্ধুত্বের পিলার স্বরূপ। আজকের দিনে একসঙ্গে আমরা বিভিন্ন প্রোজেক্ট সফলও করছি। ভারতের চাহিদা অনুযায়ী নানান হাতিয়ার প্রস্তুত করছে রাশিয়া’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর