কি সুবিধা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের স্মার্টফোনে, জেনে নিন ৭ টি বিস্ময়কর তথ্য!

 

বাংলা হান্ট ডেস্ক : যখন হাতের মুঠোয় আইফোন তখন গোপন তথ্য কি করে আপনার ফাঁস হয়ে যাবে আপনি ধরতেই পারবেন না। ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সেই তথ্য। ভয় পাবেন না প্লিজ। কারন আপনি কিন্তু আপনার তথ্য সংরক্ষিত রাখার জন্য ব্যবহার করতেই পারেন এরকম স্মার্ট ফোন। কি ভাবছেন আমি আপনি আমাদের কথা বলছি? এই ধরনের যার কথা বলছি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন.!

সর্বসেরা রাষ্ট্রপ্রধানদের মধ্যে অন্যতম প্রভাবশালী এই পুতিনএর স্মার্টফোনে যে অত্যাধুনিক যন্ত্র দ্বারা তৈরি হবে সেটাই স্বাভাবিক। ফোন কেবলমাত্র তার জন্যই বিশেষ ভাবে তৈরি করেছে।

আকারে বেশ পুরু। রাশিয়ার মিডিয়াকে কথা বলেছে ক্রেমলিনের একটি সূত্র।

নিরাপত্তাব্যবস্থা জনিত বিশেষ কয়েকটি ধাপ কথা বলার সময়।

মোবাইল ফোনের সিগন্যাল এর কোন ধরনের বিকৃতি ঘটবে না তারও ব্যবস্থা রাখা রয়েছে।

রাষ্ট্রনায়ক কথা বলবার সময় আড়িপাতার কোন রকম সুবিধা নেই এই ফোনে।

রাশিয়া সরকারি নিরাপদ এই লাইনটি সামরিক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চালানো হয়।

IMG 20190928 125929

প্রযুক্তিগতভাবে অত্যন্ত গোপনীয়তার সাথে সংকেত বদ্ধ করে পাঠানো হয়। এই ধরনের বার্তা সংকেতকে ভেঙে তাকে বিকল করতে গেলে ক্রেমলিনের সূত্র বলছে এক বছরের অধিক সময় লেগে যেতে পারে।

দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে সংলাপের সময় কূটনৈতিক বিষয়ক আলোচনা চ্যানেল ব্যবহার করা হয় যাতে দক্ষ দোভাষীর সহায়তাও নেওয়া যেতে পারে তা এর কাঠামোর মাধ্যমে করা সম্ভব।

সম্পর্কিত খবর