হৃদ্‌রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন! খবর প্রকাশ হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্ক: হৃদ্‌রোগে আক্রান্ত রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। একটি টেলিগ্রাম চ্যানেলে এমনটাই দাবি করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। ব্রিটেনের এক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

‘জেনারেল এসভিআর’ নামে একটি টেলিগ্রাম চ্যানেলে (Telegram Channel) এই খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে বলা হয়েছে, রবিবার সন্ধেয় নিজের সরকারি বাসভবনের বেডরুমে অসুস্থ হয়ে পড়ে যান পুতিন। পড়ে যাওয়ার শব্দ শুনে তাঁর নিরাপত্তারক্ষীরা ছুটে যান এবং পুতিনকে উদ্ধার করেন। তাঁরা ঘরে গিয়ে দেখেন, বিছানার পাশে টেবিল উল্টে পড়ে আছেন পুতিন। সঙ্গে সঙ্গে তাঁকে তুলে ওঠান নিরাপত্তারক্ষীরা। এরপর থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন পুতিন।

উল্লেখ্য, পুতিনের সমস্ত গতিবিধিই গোপনীয়তার চাদরে মোড়া। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবরই প্রকাশ করেনি ক্রেমলিন। তাই জল্পনা থাকছেই। পুতিন সত্যিই হৃদ্‌রোগে আক্রান্ত (Heart Attack) হয়েছেন কি না, তা নিশ্চিত নয়। রাশিয়ার সরকারের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

modi putin india russia 1

ওই টেলিগ্রাম চ্যানেলের বক্তব্য, ওই পুতিনের ঘনিষ্ঠমহলে তাঁদের লোক রয়েছে। সেখান থেকেই এই তথ্য মিলেছে। ওই চ্যানেলে আরও দাবি করা হয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ পুতিন। কিন্তু সেগুলি যাতে আন্তর্জাতিক মহলে না জানাজানি হয়, তাই রাশিয়ার যাবতীয় সরকারি কাজে পুতিনের পরিবর্তে তাঁর ‘বডি ডাবল’-কে (পুতিনের মতো দেখতে অন্য কেউ) ব্যবহার করা হয়। যদিও এই নিয়েও কোনও সরকারি ঘোষণা নেই।

Monojit

সম্পর্কিত খবর