বাংলা হান্ট ডেস্ক: নিরাপত্তা পরিষদে (UNSC) বাতিল হয়ে গেল রাশিয়ার প্রস্তাব। ইজরায়েল (Israel) এবং প্যালেস্তাইনের (Palestine) মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল রাশিয়া (Russia)। কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে গেল নিরাপত্তা পরিষদে। স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে চার রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবে সমর্থন জানায় চীন (China), সংযুক্ত আরব আমিরশাহি, মোজাম্বিক এবং গ্যাবন।
তবে আমেরিকা (America) এই প্রস্তাবের বিরোধিতা করে। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ব্রিটেন, ফ্রান্স এবং জাপানও এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাকিরা ভোটদান থেকে বিরত থাকে। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে কোনও প্রস্তাব পাশ করতে অন্তত ৯টি দেশের সমর্থন প্রয়োজন। তবে এ ক্ষেত্রে তা না হওয়ায় এই প্রস্তাব বাতিল হয়ে যায়।
এদিকে এই প্রস্তাব বাতিল হওয়ার পরেই রাশিয়াকে তীব্র কটাক্ষ করেছেন ব্রিটেনের (Britain) রাষ্ট্রদূত। ইজরায়েলের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তা উপেক্ষা করা কার্যত নির্লজ্জতা বলে মন্তব্য করেছেন বারবারা উডওয়ার্ড।
এদিকে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবে সমর্থনের আহ্বান জানিয়ে বলেছিলেন, এই প্রস্তাব বর্তমানে সঙ্কট মোচন করবে। কিন্তু এই প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ার পর রুশ রাষ্ট্রদূত নেবেনজিয়া বলেন, ‘আবারও স্পষ্ট হয়ে গেল নিরাপত্তা পরিষদ পশ্চিমা দেশগুলির স্বার্থপর উদ্দেশের ফাঁদে পড়েছে।’
পাল্টা এদিন হামাসের (Hamas) হামলার নিন্দা না করায় রাশিয়াকে চরম কটাক্ষ করেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, ‘হামাস বাহিনীর নিন্দা না করে রাশিয়া একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছে, যারা মানুষের উপর নৃশংসতা চালায়, এর ফলে গাজার জনগণের জন্য মারাত্মক মানবিক সঙ্কট তৈরি হয়েছে।’