বাংলাহান্ট ডেস্ক: ইউক্রেন যুদ্ধের মধ্যে আরও গভীর হয়েছে রাশিয়া (Russia) এবং চিনের (China) বন্ধুত্ব। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে গিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন তিনি। একইসঙ্গে পশ্চিমী দেশগুলিকেও আক্রমণ করেন। কিন্তু চিনের সঙ্গে বন্ধুত্বে বিপদ দেখছে রাশিয়াও। তাই তারা এ বার ভারতের শরণাপন্ন হয়েছে। ভারতের (India) অরুণাচল প্রদেশের কিছু এলাকায় যেমন চিনের আনাগোনা বেড়েছে, তেমনই রাশিয়াতেও এমন একটি জায়গা রয়েছে।
রাশিয়ার ভ্লাদিভোস্টকের দিকে নজর রয়েছে চিনের। এমনকী চিনের অনেক নাগরিকই এই জায়গাটিকে নিজেদের দেশের অংশ বলে মনে করেন। জানিয়ে রাখি, রাশিয়ার কাছে ভ্লাদিভোস্টক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কারণ এখানে অনেক প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়। এই অঞ্চলে চিনের নজর পড়ায় চিন্তায় রয়েছে মস্কো। এই অবস্থায় ভারতের সাহায্য চেয়েছে তারা। ভারতও রাশিয়াকে সাহায্যের আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, ভ্লাদিভোস্টকে ভারত একটি স্যাটেলাইট শহর তৈরি করার পরিকল্পনা করছে।
সূত্রের খবর, ভ্লাদিভোস্টকে বন্দর, সড়ক এবং শক্তির পরিকাঠামো তৈরি করতে চায় মোদী সরকার। জানা গিয়েছে, ‘অ্যাক্ট ফর ইস্ট’ নীতির অধীনে এই পরিকাঠামো তৈরি করবে ভারত। আরও জানা গিয়েছে, এই অঞ্চলে নিজেদের দখল বাড়ানোর চেষ্টা করছে চিন। এই কারণে রাশিয়া চাইছে ভারত সেখানে নিজেদের অস্তিত্ব বাড়িয়ে তুলুক। ভারত ও রাশিয়া ইতিমধ্যেই একটি ট্রান্স-আর্কটিক কন্টেনার জাহাজ পরিবহন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে ভারত ও রাশিয়া। এই রুটটি উত্তর সাগর দিয়ে যাবে।
রাশিয়াতে ভারত একটি স্যাটেলাইট শহর তৈরি করলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। এছাড়াও রাশিয়া ও ভারতের মধ্যে যাতায়াতেও সুবিধা হবে। রাশিয়ার দূরপ্রাচ্য ও আর্কটিক বিষয়ক মন্ত্রী আলেক্সি চেকুনকভ স্যাটেলাইট শহর তৈরির কথাটি জানিয়েছেন। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন অ্যালেক্সি। এখানে এসে বন্দর ও নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠক করেন। রাশিয়া দক্ষিণ বা পশ্চিম রুটের পরিবর্তে উত্তর সাগর রুট এবং পূর্ব রুট, যা উভয় দেশের বন্দরের মধ্যে চলাচল করে ইউরোপে পণ্য স্থানান্তর করার পরিকল্পনা করেছে।
এর মাধ্যমে মস্কো থেকে ভারতে আসা একটি কনটেইনার ভ্লাদিভোস্টক থেকে নেওয়া হলে তার খরচ ৩০ শতাংশ কমে যাবে। এর ফলে বাণিজ্যে ব্যাপক সুবিধা হবে। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভারত রাশিয়াকে উত্তর সাগর রুট তৈরি করতে এবং এটিকে একটি বৈশ্বিক বাণিজ্য রুটে পরিণত করতে সাহায্য করতে চায়। এই রুটটি সমগ্র আর্কটিক অঞ্চল এবং রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চল জুড়ে রয়েছে। প্রেসিডেন্ট পুতিন চান এই রুটের উন্নন হোক। এতে এর প্রান্তিক অঞ্চলের অনেক উপকার হবে। এই রুট তৈরি হলে ইউরোপ যাওয়ার খরচ ও সময় দু’টোই কমে যাবে। এখনও পর্যন্ত জাহাজগুলি সুয়েজ বা পানামা খাল দিয়ে এই যাত্রা করে।