যুদ্ধের মধ্যেও টলল না চুক্তি, এই মাসেই রাশিয়া থেকে S-400 এর দ্বিতীয় খেপ আসছে ভারতে

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাঝেও ভারতের জন্য রইলো একটি সুখবর। জানা যাচ্ছে, এ মাসের মধ্যেই ভারতে এসে পৌঁছাবে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারতের সিস্টেম যে আরো উন্নত হতে চলেছে, তা বলাবাহুল্য।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে S-400 সিস্টেম ডেলিভারির জন্য 2018 সালের 5 ই অক্টোবর ভারতের একটি চুক্তি হয়। এরই মাঝে 2021 সালের 6 ই ডিসেম্বর ভারত-রাশিয়া সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছান রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। সেই সময় চুক্তি নিয়ে কথা হওয়ার মাঝেই আমেরিকা ভারতকে ‘রাশিয়ার সঙ্গে মিসাইল সিস্টেম চুক্তি’ নিয়ে হুঁশিয়ারিও ছুঁড়ে দেয়। যদিও সেই সময় কেন্দ্র সরকার কোনরকমে মাথানত করতে অস্বীকার করে। কিন্তু এরপর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিধ্বংসী যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরো সংকটময় হয়ে পড়ে।

যুদ্ধ মাঝে বিশ্বের একাধিক দেশ যখন রাশিয়ার কাছ থেকে সমস্ত রকম জিনিসের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে, সেইসময় ভারতের বুকে মিসাইল সিস্টেম পৌঁছানো নিয়ে সংশয় সৃষ্টি হয়। তবে এরই মাঝে এলো এক খুশির খবর। সূত্রের খবর, রাশিয়া থেকে একটি সিস্টেম পূর্বেই ভারতে এসে পৌঁছায় এবং যুদ্ধের পরিস্থিতি মাঝেও এই মাসের মধ্যে ভারতের দ্বিতীয় S-400 মিসাইল সিস্টেম এসে পৌঁছানোর ব্যাপারে এদিন গ্রীন সিগন্যাল দিলো রাশিয়া সরকার।

যুদ্ধের পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে, বর্তমানে রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার ফলে সেই দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই অবস্থায় প্রয়োজনীয় সিস্টেম ভারতের পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। কিন্তু এ সকল জল্পনা উড়িয়ে এদিন রাশিয়া জানিয়েছে যে, তারা খুব দ্রুত পদক্ষেপ নিতে চলেছে এবং এই মাসের মধ্যেই সম্ভবত ভারতে তাদের দ্বিতীয় S-400 মিসাইল সিস্টেম এসে পৌঁছাবে।


Sayan Das

সম্পর্কিত খবর