রাশিয়ার হামলায় প্রাণ বাঁচাতে ছুটছে ইউক্রেনবাসী, প্রকাশ্যে এল ভয়াবহ ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব যা ভয় পেয়েছিল তাই হচ্ছে। করোনার যুগ শেষ হয়ে বিশ্বযুদ্ধের আতঙ্কে ভুগছে বিশ্ব। ইউক্রেনে হামলা করেছে রাশিয়া, বিশ্বের সব দেশের আবেদন উপেক্ষা করে ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ান সেনাবাহিনী যখন ধ্বংসলীলা শুরু করে, তখন ইউক্রেনের দৃশ্য সম্পূর্ণ পাল্টে যায়। দেখুন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কিছু ছবি…

ইউক্রেন সীমান্তের কাছে এক মহিলাকে কাঁদতে দেখা গয়েছে। সেখানে কাছেই রুশ আর্মি আক্রমণ করেছে, বেলারুশ থেকে সেখানে ঢুকেছিল রুশ সেনা। রাশিয়ার হামলার পর ইউক্রেনের কিয়েভ শহরে যানজট দেখা গিয়েছে। সবাই ব্যস্ত হয়ে বাজারের দিকে ছুটছে যাতে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজেদের ঘরবন্দি করতে পারে।

ইউক্রেনের কিয়েভে মেট্রো স্টেশনের দিকে বিপুল সংখ্যক লোককে দৌড়তে দেখা গিয়েছে। রাশিয়ার আক্রমণের মধ্যে শহরে সাইরেন বেজে উঠছিল, আর এই কারণেই সেখানকার বাসিন্দাদের বাড়িঘর বা নিরাপদ স্থানে যাওয়া ছাড়া উপায় ছিল না।

ইউক্রেনে হামলায় খাইরকিভ এলাকায় এক বৃদ্ধ মহিলা গুরুতর আহত হয়েছেন। বিল্ডিংয়ের বাইরে একটি বিমান হামলা হয়, সেই হামলায় মহিলাটি গুরুতর আহত হন। রাশিয়া যখন ইউক্রেনের খাইরকিভ এলাকায় বিমান হামলা চালায়, তখন সেই বিল্ডিংটি পুরো ধ্বংস হয়ে যায়। এই হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

KHARKIV, UKRAINE – FEBRUARY 24: (EDITORS NOTE: Image depicts graphic content) A wounded woman is seen as airstrike damages an apartment complex outside of Kharkiv, Ukraine on February 24, 2022. (Photo by Wolfgang Schwan/Anadolu Agency via Getty Images)

সম্পর্কিত খবর

X