বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেনের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে সামরিক পদক্ষেপের ঘোষণা করেছেন। এর পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে রুশ অভিযানে যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
এরই মধ্যে ইউক্রেনের বিদেশ মন্ত্রক বিশ্বজুড়ে বসবাসরত ইউক্রেনীয় নাগরিকদের বলেছে পুতিন এই হামলা চালিয়েছে, কিন্তু কেউ পালিয়ে যাচ্ছে না। আমাদের সেনাবাহিনী ও কূটনীতিকরা সব কাজ করছে। ইউক্রেন যুদ্ধ করছে। ইউক্রেন আত্মরক্ষা করবে। ইউক্রেন জিতবে।
До українських громад в усьому світі:
Путін напав, але ніхто не розбігається. Армія, дипломати, всі працюють. Україна б’ється. Україна захистить себе. Україна переможе.
Розповсюджуйте правду про вторгнення Путіна в своїх країнах і закликайте уряди до негайних дій.
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 24, 2022
বৃহস্পতিবার ভোরেই পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় পূর্ব ইউক্রেণের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে সহ রাজধানী কিয়েভেও। এরপরই চারটি সামরিক ট্রাক রওয়া দেন ঘটনাস্থলের উদ্দেশে। প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি কনভয় পুর্ব ইউক্রেনের দিকে এগোচ্ছিল অতি দ্রুত গতিতে। একটি কনভয়ে নয়টি ট্যাঙ্ক এবং পদাতিক সৈন্য, অন্য কনভয়ে ট্রাক এবং জ্বালানি ট্যাঙ্কার ছিল। এই সামরিক কনভয়ে কোনও দেশেরই কোনও প্রতীক ছিল না।
প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়া স্পষ্টতই জানিয়েছে এই যুদ্ধে কেউ মধ্যস্থতা করতে আসলে ব্যবস্থা নেওয়া হবে সেই দেশের বিরুদ্ধেও। এহেন পরিস্থিতিতে ইউক্রেন এবং তার মিত্র রাষ্ট্রগুলি কি পদক্ষেপ নেয় তাও দেখার। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী এতে সম্মত না হয়ে যুদ্ধের ময়দানে নামলে ইউরোপে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।