বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এক মাস পেরিয়ে গেছে। যুদ্ধ যতই এগিয়েছে, রুশ সৈন্যদের মনোবল ধীরে ধীরে ভেঙে পড়ছে এবং তারা বর্তমানে দেশে ফিরতে চাইছে। ক্ষুব্ধ সৈন্যরা বর্তমানে তাদের সিনিয়র অফিসারের উপর ক্ষোভ প্রকাশ করছে বলে খবর। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ান সৈন্যরা তাদের নিজের কর্নেলকেই একটি ট্যাংক দিয়ে পিষ্ট করে হত্যা করেছে। উক্ত কর্নেল ইউক্রেন যুদ্ধে সৈন্যদের একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, কর্মকর্তারা জানিয়েছেন যে বিদ্রোহী সৈন্যরা ইচ্ছাকৃতভাবেই তাদের 37 তম মোটর রাইফেল ব্রিগেডের কমান্ডার ইউরি মেদভেদেভের ওপর একটি ট্যাঙ্ক চাপিয়ে দিয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে যে ছবিগুলি সামনে এসেছে, তাতে কর্নেল মেদভেদেভকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কমান্ডার ইউরি কিয়েভের কাছে মকরিভে আহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকটি কমান্ডারের পায়ের ওপর চাপানো হলেও তিনি পালাতে সক্ষম হন। তবে পশ্চিমের দেশগুলির কর্মকর্তাদের মতে, গুরুতর আঘাতের কারণে কমান্ডার মারা গেছেন। শুক্রবার একজন কর্মকর্তা বলেছেন যে, ব্রিগেড কমান্ডার তার নিজের সৈন্যদের হাতে নিহত হয়েছেন। এর থেকে স্পষ্ট, রাশিয়ান সৈন্যরা আর যুদ্ধ করতে চায় না, দেশে ফিরতে চায়। ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সৈন্যরা বিদ্রোহী হয়ে উঠেছিল বলেই এই পদক্ষেপ নিয়েছে।
অফিসারের মতে, “আমরা বিশ্বাস করি যে কর্নেলকে ইচ্ছাকৃতভাবে তার নিজের সৈন্যরা হত্যা করেছে। তার সৈন্যরা তার উপর একটি ট্যাংক চাপিয়েছিল। এটি প্রমাণ করে যে, রুশ সামরিক বাহিনী দেশে ফিরতে চায়।” তাদের মতে, রাশিয়ান সৈন্যরা যুদ্ধে ক্লান্ত হয়ে গেছে এবং এরফলে আগামী দিনে এরকম আরও ঘটনা দেখা যেতে পারে।