রুশ-চীন বর্ডার সীল, পাওয়া গেল উপসর্গ বিহীন ২৪৩ জন করোনা রোগী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) বিশ্বে তার ভয়াবহ তাণ্ডবলীলা চালিয়েই যাচ্ছে। প্রতিদিনই এই রোগের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে প্রায় হাজার হাজার মানুষ। সমগ্র বিশ্ব এই ভাইরাসের কারণে চীনকে দোষারোপ করছে। এমনকি চীনের সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক ছিন্ন করতে চলেছে নানান দেশ। চীন দাবী করেছিল তাঁদের ওখানে এই ভাইরাসের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। তাই তারা লকডাউন অবস্থা তুলে নিয়েছিল। কিন্তু তারপরও আবার নতুন করে এই ভাইরাসের প্রসার ঘটতে দেখা যায় চীনে।

china 3333

এবার রাশিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চল এলাং চিয়ানে (Elang Chiang) একদিনেই প্রায় ২৪৩ জন করোনা পজিটিভ ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু সেখানে আগে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি। তবে এখন বিরাট আকারে এই করোনা আক্রান্তের সংখ্যা ধরা পড়ছে। এই পরিস্থিতিতে চীন সরকার দ্রুততার সঙ্গে এলাং চিয়ান- রুশ বর্ডাকে সিল করে দেয়। যার ফলে এলাং চিয়ানের রাজধানী সুইফের সাথে হারবিং শহরেও ২৮ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং এলাং চিয়াণে এমারজেন্সি মেডিকেল সেবার ব্যবস্থা দ্রুততার সাথে করা হচ্ছে।

প্রতিদিন রুশ থেকে সুইফির জন্য ১৭৮ জন কে ফিরিয়ে আনা হচ্ছে। এবং রুশ থেকে আগত সমস্ত চীনের নাগরিকদের জন্য করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে। আবার সুইফেতে অস্থায়ী পরীক্ষা ব্যবস্থাও করা হয়েছে। কারণ সেখানে বিরাট পরিমাণে করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তবে সেখানকার করোনা আক্রান্তদের শরীরে বেশি তাপমাত্রা এবং কাশির রোগলক্ষণ প্রকাশ পায়নি। তাই এখন আশঙ্কা করা হচ্ছে এলাং চিয়ান বর্তমানে চীনের জন্য দ্বিতীয় উহান তৈরি হতে পারে। কারণ সেখানে বেশি মাত্রায় এই রোগ ছড়িয়ে পড়তে পারে।

china 222

চীন আবারও দাবী জানাছে তারা করোনা ভাইরাসের প্রসার সম্পূর্ণ রোধ করতে পেরেছে। কিন্তু তারপরই উহান সহ বিভিন্ন করোনা সংক্রামিত এলাকা থেকে লকডাউন তুলে নেয়।


Smita Hari

সম্পর্কিত খবর