ইউক্রেনের কনে, রাশিয়ার বর! ভগবানকে সাক্ষী রেখে হিন্দু শাস্ত্র মতো বিয়ে হল ভারতে

বাংলাহান্ট ডেস্ক : ভয়ংকর অবস্থা নিজের দেশের। যেদিকে দু চোখ যায় শুধু ধ্বংসের ছবি। এমন অবস্থায় নিজেদের বিবাহ সম্পন্ন করতে এক রুশ তরুণ ও এক ইউক্রেনীয় তরুণী বেছে নিলেন শান্তির দেশ ভারতবর্ষকে। দুই দেশের প্রবল যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার থেকে বাঁচতে ভারতবর্ষে এসে নিজেদের দুই হৃদয় ও চার হাত এক করার সিদ্ধান্ত নিলেন এই দুই বিদেশী তরুণ- তরুণী।

ভারতের হিমাচল প্রদেশের এক ধর্মশালায় যুদ্ধ, অস্ত্র ,গোলাবারুদ, রক্তের ক্ষতচিহ্ন দূরে সরিয়ে রেখে আবদ্ধ হলেন সারাটা জীবন এক হয়ে চলার শপথ নেওয়ার জন্য। পাত্র সের্গেই নভিকভ জন্মসূত্রে রাশিয়ান হলেও থাকেন ইসরাইলে। তার পাত্রী ইলোনা ব্রাকোমা হলেন ইউক্রেনের বাসিন্দা। বেশ কয়েক বছরের প্রেমের সম্পর্ক তাদের। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ পরিস্থিতি দেখে তারা সিদ্ধান্ত নেন ভারতবর্ষে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই মতোই হিমাচল প্রদেশে বৃহস্পতিবার নিজেদের চার হাত এক করলেন এই যুগল।

হিমাচল প্রদেশের এক ধর্মশালায় স্থানীয় রীতি অনুযায়ী বিয়ের সাড়লেন রাশিয়ান তরুণ ও ইউক্রেনীয় তরুণী। তাদের বিয়ের দায়িত্বে ছিলেন ধর্মশালার এক পুরোহিত। তাদের বিয়ের ছবি এখন রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে পুরোদস্তুর ভারতীয় পোশাকে বিয়ে করছেন এই যুগল। স্থানীয় বাসিন্দা বিনোদ শর্মা এগিয়ে আসেন নিয়ম অনুযায়ী কন্যা দান করতে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা দুই ভাগ হয়ে বরপক্ষ ও কনেপক্ষ হওয়ার দায়িত্ব নেন।

Marriage

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগে বহু বিয়ে দেখেছেন তারা কিন্তু এই ধরনের বিয়ে তাদের জীবনের এক অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থেকে গেল!


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর