বিমানের জরুরি অবতরণে দুর্ঘটনা, মৃত ২,জখম ৭

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়ার বুরাতিয়া অঞ্চলে মাঝ আকাশে একটি বিমানের ইঞ্জিন হঠাৎ করে খারাপ হয়ে যায়। পাইলট বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিলেন।বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে একটি ছোট বাড়িতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে।

যাত্রীদের বাঁচানোর জন্য জরুরি বিমান অবতরণ এর পরও শেষ রক্ষা হলো না। বিমানকর্মীরা তৎপরতার সাথে বেশিরভাগ যাত্রীকে নিরাপদে বের করে আনেন। বিমানটিতে ৫ বিমান কর্মীসহ মোট ৪৮ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে দুজন মারা গিয়েছেন জখম হয়েছেন আরো 7 জন যাত্রী

X