মোদীর ডাকে সাড়া! ভারত সফরে আসছেন পুতিন, জোরকদমে চলছে প্রস্তুতি

বাংলাহান্ট ডেস্ক : সাজো সাজো রব দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ রক্ষা করতে এবার ভারতে (India) আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াতেই গিয়েছিলেন মোদী। আর এবার তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশে আসছেন পুতিন।

মোদীর আমন্ত্রণে ভারতে (India) আসছেন পুতিন

বৃহস্পতিবার এ খবরে শিলমোহর দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। এক টেলিভিশন সাক্ষাৎকারে এ বিষয়ে উল্লেখ করে তিনি জানান, চূড়ান্ত প্রস্তুত চলছে পুতিনের ভারত (India) সফরের জন্য। তিনি আরো বলেন, তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েই রাশিয়ার সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী। তাঁর আমন্ত্রণও গ্রহণ করেছিলেন পুতিন। সেই মতোই এবার সফর সূচি পরিকল্পনা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতেই রুশ প্রেসিডেন্টের এই সফর বলে মন্তব্য করেন তিনি।

Russian President Vladimir Putin is coming to India

কী আলোচনা হবে: এদিন রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আয়োজিত সম্মেলনে ভারত-রাশিয়া (India) দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনাতেই এই খবর জানিয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী। জানা গিয়েছে, অর্থনীতির বিষয়ে পুতিনের ২০৩০ সালের রোডম্যাপ আরো এগিয়ে নিয়ে যেতেই ভারত সফরে আসতে চলেছেন তিনি। পাশাপাশি বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি অঙ্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রস্তাবেও রাজি হয়েছে দুই দেশ।

আরো পড়ুন : টেকেনি প্রথম সম্পর্ক, মানালি গিয়েই নতুন প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন ‘ঝিলিক’ তিথি

আরো বাড়বে বাণিজ্য: বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের বার্ষিক অঙ্কটা হল প্রায় ৬০ বিলিয়ন ডলার। তবে চিন-ভ্লাডিভস্তক ট্রেড করিডরের মাধ্যমেই ভারত (India) এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে বলেই আশা করা যাচ্ছে। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই পুতিনের প্রথম ভারত (India) সফর।

আরো পড়ুন : প্রসেনজিৎ নন, ‘মহানায়ক’ দেব-ও বাদ, বাংলা ছবিতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেন এই জনপ্রিয় হিরো!

সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পুতিনের চিঠিতে উঠে এসেছিল দুই দেশের পারস্পরিক সম্পর্কের কথা। পুতিন লিখেছিলেন, কৌশলগত বিশেষ সুবিধার উপরে ভিত্তি করে তৈরি হয়েছে দু দেশের সম্পর্ক। আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক দ্বিপাক্ষিক সহাবস্থানের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে বলে তিনি আশাবাদী বলে জানিয়েছিলেন পুতিন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর