প্রতীক্ষার অবসান ঘটিয়ে আকালের মধ্যে রাশিয়া থেকে কাঙ্খিত ভ্যাকসিন এসে পৌঁছল ভারতে

বাংলা হান্ট ডেস্ক: কথা ছিলই আসবে। শেষপর্যন্ত রাশিয়া থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন এল হায়দরাবাদ। শনিবার ১ লক্ষ ৫০ হাজার ভ্যাকসিন পৌঁছে গেল দক্ষিণ ভারতের এই শহরে। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পর স্পুটনিক ভি হল তৃতীয় ভ্যাকসিন যেটা ভারতে এসে পৌঁছে গেল। চলতি মাসেই আরও ৩০ লক্ষ ভ্যাকসিন ভারতে পৌঁছানোর কথা রয়েছে। ভারতে নিযুক্ত রাশিয়ার অ্যাম্বেসেডর নিকোলায় কুদাশেভ স্পুটনিক এসে পৌঁছনর বিষয়টি টুইটে জানান। সঙ্গে লেখেন, “খুব শীঘ্রই ভারতেও এই ভ্যাকসিন তৈরি শুরু হবে এবং বছরে ৮৫ কোটি ডোজ় উৎপাদন করা সম্ভব হবে।”

জুনের মধ্যে এই ভ্যাকসিনের ৫০ লক্ষ ডোজ ভারত পেয়ে যাবে বলে আশা।  এপ্রিলে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল ডিমিট্রিয়েভ জানিয়েছিলেন যে, ভারতে প্রথম ব্যাচ পৌঁছবে ১ মে। আগামী কয়েক মাসে ভারতে ৫ কোটি এই ভ্যাকসিনের ডোজ উৎপাদিত হবে বলেও তিনি জানান। এর আগে প্রকাশিত খবরে ইঙ্গিত ছিল যে, এই ভ্যাকসিনের ৮৫০ কোটি ডোজ উৎপাদনের জন্য ভারতের পাঁচটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা হয়েছে।

স্পুটনিক ভি দুটি ০.৫ এমএলের দুটি ডোজে ২১ দিনের ব্যবধানে দেওয়া হবে। এই ভ্যাকসিনের কার্যক্ষমতা ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে। নির্দেশিকা অনুসারে, তরল অবস্থায় এই টিকাকে মাইনাস ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। তবে ফ্রিজ-ড্রায়েড অবস্থায় তা ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে। ফলে এর মজুত ও পরিবহণ সহজসাধ্য।

 

Udayan Biswas

সম্পর্কিত খবর