বড় খবরঃ ভারতেই উৎপাদিত হবে রাশিয়ার স্পুটনিক ফাইভ, কাজ শুরু অগস্টেই

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড- এই দুধরনের ভ্যাকসিনকে (vaccine) মান্যতা দিলেও, সংকটের দিনে ভ্যাকসিনের আকাল পড়েছে ভারতে (india)। এই পরিস্থিতিতে রাশিয়া (russia) থেকে ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছিয়েছে ২ লক্ষ ১০ হাজার ডোজ স্পুটনিক ফাইভ (Sputnik V)। তবে এবার ভারতেই এই টিকার উৎপাদন শুরু করা হবে বলেও জানা গিয়েছে।

করোনার দ্বিতীয় পর্যায়ে একাধারে যেমন অক্সিজেন সংকট, হাসপাতালের বেডের সমস্যা বড় আকার ধারণ করেছিল, তেমনই অন্যদিকে কিন্তু ভ্যাকসিনের আকালও দেখা দিয়েছিল গোটা ভারত জুড়েই। এই পরিস্থিতিতে ভারতের অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন প্রতিবেশি দেশ থেকে শুরু করে বন্ধু দেশ সমূহ।

vcjvcvhdg

চিকিৎসা প্রয়োজনীয় সরঞ্জাম থেকে আর্থিক সাহায্য, বিভিন্ন ভাবে পাশে দাঁড়িয়েছিল বহির্বিশ্বের বেশ কয়েকটি দেশ। এই সময় রাশিয়াও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ভ্যাকসিন সংকট থেকে ভারতকে মুক্ত করতে ইতিমধ্যেই ২ লক্ষ ১০ হাজার ডোজ স্পুটনিক ফাইভ প্রধানমন্ত্রী মোদীর দেশে পাঠিয়েছেন রাষ্ট্রপতি পুতিন।

ভ্যাকসিন পাঠানোর পর এবার ভারতেই স্পুটনিক ফাইভ উৎপাদনের কথা জানালেন রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি.বি.ভেঙ্কটেশ। শনিবার তিনি জানান, চলতি বছর অগস্ট থেকে শুরু হয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যেই স্পুটনিক ফাইভের ৮৫ কোটি ডোজ উৎপাদিত হবে ভারতেই। ইতিমধ্যেই ভারতের পাঁচটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়া।

তিনি আরও বলেন, ‘এবার থেকে গোটা বিশ্বে উৎপাদিত স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ ভারতেই উৎপাদন করা হবে’। একদিকে করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনা হলেও, অন্যদিকে ব্ল্যাক ফাঙ্গাসের বাড়বাড়ন্ত নিয়েও রাশিয়ার সঙ্গে সমানাভবে যোগাযোগ রাখছে ভারত।


Smita Hari

সম্পর্কিত খবর