টানা ব্যর্থ হয়েও খেলে যাচ্ছেন গিল! রোহিত শর্মার রেকর্ড ভাঙা এই ক্রিকেটারকে সুযোগই দিচ্ছেন না হার্দিক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২৩ সালে ভারতীয় দল (Team India) এখনো অবধি ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে একটি ম্যাচে ভারতীয় দল জয় পেয়েছে এবং অপরটিতে হারতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর। রাজকোটে (Rajkot) শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ এবং নির্ধারক ম্যাচটি খেলবে ভারতীয় দল। কিন্তু এখনও অবধি খেলা দুটি ম্যাচের ক্ষেত্রে ভারতীয় দলের একটি সমস্যা একই থেকে গিয়েছে। সেই সমস্যাটা হল ওপেনিং।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের অভিষেক ঘটানোর পর শুভমান গিল (Shubman Gill) এখনো অবধি নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ। দুটি ম্যাচ মিলিয়ে এখনো অবধি মাত্র ১২ রান করেছেন তিনি। ঈশান কিষান (Ishan Kishan) প্রথম ম্যাচে কিছু রান করলেও দ্বিতীয় ম্যাচে তিনিও ব্যর্থ হয়েছেন। সিরিজ নির্ধারক ম্যাচেও যদি ভারতের ওপেনিংয়ের সমস্যাটি একইরকম থেকে যায় তাহলে হয়তো দুই দশকে প্রথমবারের মতো ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেলবে শ্রীলঙ্কা।

সেই সমস্যার সমাধান অবশ্য সহজেই হতে পারে কিন্তু এখনো অবধি ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অজ্ঞাত কোনও কারনে সেই পথে হাঁটছেন না। গত ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোটের কারণে রাহুল ত্রিপাঠির (Rahul Tripathi) মতো অভিজ্ঞ এবং বয়স্ক ক্রিকেটার নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়ে ফেলেছেন। কিন্তু এখনও অবধি সুযোগ পাননি রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।

ruturaj gaikwad

২০২২-এর শেষ দিকে বিজয় হাজারে ট্রফিতে এক ওভারে সাতটি ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন তিনি। সেই সঙ্গে ওই ম্যাচে ২৭৭ রানের একটি ইনিংস খেলে লিস্ট এ ক্রিকেটে রোহিত শর্মার (Rohit Sharma) রেকর্ড ভেঙে সর্বোচ্চ ব্যক্তিগত রান সংগ্রহ করার কীর্তি করেছিলেন রুতুরাজ। শুধু তাই নয় তিনি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ সংখ্যক শতরান (১২) করার রেকর্ডটিও নিচের নামে করে ফেলেছেন কিছুদিন আগে সমাপ্ত হওয়া এডিশনে।

শুভমান গিল ওডিআই ক্রিকেটে দুর্দান্ত ছন্দ থাকলেও টি-টোয়েন্টিতে নিজের জাত চেনাতে ব্যর্থ। এর আগে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন ঠিকই কিন্তু যখন তিনি সুযোগ পেয়েছিলেন তখন তিনি খুব একটা ভালো ছন্দ দেখাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। তাই তাকে ভারতীয় দল থেকে বেশ কয়েক দিনের জন্য ছিটকে যেতে হয়েছিল। এখন আবারও দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে তিনি প্রত্যাবর্তন করেছেন। কিন্তু প্রথম একাদশে তার সুযোগ হবে কিনা সেটা তৃতীয় ম্যাচেই জানা যাবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর