বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে ভারতের (India) বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jayshankar) রয়েছেন ব্রিটেন সফরে। লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে ‘ভারতের উত্থান এবং বিশ্বে এর ভূমিকা’ শীর্ষক একটি আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার সময় কাশ্মীর সহ একাধিক ইস্যু নিয়ে মুখ খোলেন ভারতের (India) বিদেশমন্ত্রী।
ভারতের (India) বিদেশমন্ত্রীর তোলপাড় করা বক্তব্য
কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে বলতে গিয়ে এস জয়শঙ্কর এদিন বলেন, “পাকিস্তান যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ছেড়ে দেবে, তখন কাশ্মীর সমস্যার সম্পূর্ণ সমাধান হবে।” যদিও এস. জয়শঙ্করের এই বক্তব্যে ঘুম উড়েছে পাকিস্তানের (Pakistan)। PoK নিয়ে জয়শঙ্করের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেন পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান।
আরও পড়ুন : আরও কমল কলকাতার তাপমাত্রা! বৃষ্টির ভ্রুকুটি রাজ্যের ৪ জেলায়
শাফকাত আলি বলেন, “আমরা লন্ডনের চ্যাথাম হাউসে কাশ্মীর নিয়ে জয়শঙ্করের বক্তব্য প্রত্যাখ্যান করছি। তাঁর বলা পাক অধিকৃত কাশ্মীর ইস্যুটি বিতর্কিত। জয়শঙ্কর ভুল বিবৃতি দিচ্ছেন। ভারত সেনাবাহিনীর সহায়তায় অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে। কিন্তু এতে বাস্তব বদলাবে না। সেনা জওয়ানদের জোরে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কাশ্মীরের মানুষের সমস্যার সমাধান হবে না।”
আরও পড়ুন : সাদা খাতা জমা দিয়েই জুটেছে চাকরি! নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য! আরও বিপাকে কালীঘাটের কাকু?
এদিনের সভায় ভারতের (India) বিদেশমন্ত্রীকে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেন, অবৈধভাবে কাশ্মীর দখল করে রেখেছে ভারত, সেই কারণে প্রতিবাদ করছে তারা। বিশ্ব শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্বকে ব্যবহার করে মোদি কি কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবেন? পাক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী বলেন, “কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধানে ভালো কাজ করেছি।”
পাশাপাশি তার সংযোজন, “আমার মনে হয় ৩৭০ ধারা বাতিল করা প্রথম পদক্ষেপ ছিল। এরপর আমাদের দ্বিতীয় পদক্ষেপ ছিল কাশ্মীরে উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায়বিচার পুনরুদ্ধার করা। আর দুর্দান্ত ভোটিং শতাংশ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করা তৃতীয় পদক্ষেপ।” এরই সাথে ভারতের বিদেশমন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনা হবে চতুর্থ পদক্ষেপ। পাকিস্তান কাশ্মীরের যে অংশটি অবৈধভাবে দখল করে রেখেছে সেটি ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান সম্ভব হবে।”