বাংলাহান্ট ডেস্ক : পাক সরকার ভারতের ক্ষতি করতে মরিয়া হয়ে উঠলেও পাকিস্তানিরাই সহ্য করতে পারছে না তাদের দেশের সরকারকে। ফলে স্বাভাবিকভাবে ক্ষোভ বাড়ছে পড়শি দেশের অন্দরে। এবার ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর কার্যত ধুয়ে দিলেন পাকিস্তানকে (Pakistan)। এমনকি এই প্রতিবেশী রাষ্ট্রকে তিনি ক্যান্সারের সঙ্গে তুলনা করেছেন।
পাকিস্তানকে (Pakistan) কটাক্ষ জয়শংকরের
শনিবার মুম্বইতে ১৯তম নানি এ পালখিভালা স্মৃতি বক্তৃতা দেন তিনি। সেই বক্তব্যেই ‘শত্রু দেশে’র (Pakistan) বিরুদ্ধে চাঁচাছোলা মন্তব্য করতে শোনা যায় ভারতের (India) বিদেশমন্ত্রীকে। শরীফের রাষ্ট্রের উদ্দেশ্যে জয়শংকরের (S. Jayshankar) কটাক্ষ, ‘ক্যানসার’ এবার নিজের লোকেদেরও ধ্বংস করছে! তিনি এদিন আরও বলেন, শ্রীলঙ্কাকে কীভাবে ভারত সাহায্য করেছে এবং মায়ানমার ও আফগানিস্তানের পাশে রয়েছে নয়াদিল্লি।
জয়শংকরের কথায়, “আমাদের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান হল ব্যতক্রমী, সীমান্তে সন্ত্রাসবাদীদের সাহায্য করছে তারা। যদিও ক্যানসার এখন নিজের শরীরকেই ধ্বংস করছে। এই কারণেই গোটা উপমহাদেশ পাকিস্তানকে অবজ্ঞা করে।” পাশাপাশি জয়শংকরের আরোও সংযোজন, ইসলামাবাদের নেতিবাচক কূটনীতির উলটো দিকেই হাঁটবে ভারত।
আরোও পড়ুন : ফের ধূর্তামি চিনের! ভারতকে “জব্দ” করতে নয়া ফন্দি আঁটছে ড্রাগন, ফাঁস হয়ে গেল পরিকল্পনা
একই সাথে তিনি উল্লেখ করেন, প্রযুক্তির ক্ষেত্রে পশ্চিম বিশ্বের পথে হাঁটবে ভারত। জয়শংকর বলেন, “ভারত পশ্চিম নয় কিন্তু পাশ্চত্য সভ্যতার বিরোধী নয়।” দিল্লি নিজেকে ‘বিশ্ববন্ধু’ হিসেবে তুলে ধরতে চাইলেও কখনওই নিজের ক্ষতি করে নয়। গত ১০ বছর ধরে আমরা বৈশ্বিক ভারসাম্য বজায় রেখে সকলের সঙ্গেই দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করেছি বলেও মন্তব্য করেন তিনি।
ফলে বিদেশমন্ত্রীর কথায় ইসলামাবাদ সম্পর্কে ভারতে অবস্থান এক কথায় স্পষ্ট হয়ে যায়। এদিন বক্তৃতায় ভারতের বৈদেশিক নীতির ব্যাখ্যা দেন তিনি। জয়শংকর বলেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতাপূর্ণ বোঝাপড়া এবং দুজনেরই স্বার্থ বজায় রেখে চলা উচিত। ভারত নিজেকে বিশ্ববন্ধু হিসেবে তুলে ধরতে চায় নিজেকে।