গেরুয়া পরেছেন, চার্চেও গিয়েছেন! ধর্ম একপ্রকার শোষণ, শেষে উপলব্ধি ‘নাস্তিক’ রাজামৌলির

বাংলাহান্ট ডেস্ক: মগধীরা, বাহুবলী, আর আর আর এর দৌলতে এস এস রাজামৌলি (S S Rajamouli) নামটা এখন পরিচিত প্রত্যেক সিনেপ্রেমীর কাছে। সবথেকে জনপ্রিয় এবং প্রতিভাবান ভারতীয় ফিল্ম নির্মাতাদের মধ্যে একজন গণ্য করা হচ্ছে তাঁকে। দেশে তো বটেই, বিদেশেও ভারতীয় সিনেমাকে নতুন রূপদান করেছেন তিনি। রাজামৌলি পরিচালিত আর আর আর এক বছর পরেও সম্মানিত হচ্ছে আন্তর্জাতিক স্তরে।

সম্প্রতি এক বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে মুখ খোলেন রাজামৌলি। এমনকি ধর্ম, ঈশ্বরে বিশ্বাস নিয়েও খোলাখুলি ভাবে কথা বলতে শোনা যায় তাঁকে। রাজামৌলি যে নাস্তিক তা অনেকেই জানেন না। ব্যক্তিগত জীবনে ঈশ্বরের অস্তিত্বে তিনি বিশ্বাস করেন না।

rajamouli hollywood

তবে জানলে অবাক হবেন, একটা সময় কিন্তু ঘোরতর আস্তিক মানুষ ছিলেন রাজামৌলি। গেরুয়া কাপড় পরতেন তিনি। সন্ন্যাসীদের মতো জীবন যাপনও করেছেন এক সময়। ওই সময়টার কথা বলতে গিয়ে রাজামৌলি জানান, তিনি একাধিক ধর্মগ্রন্থ পড়েছেন। তীর্থ যাত্রা করেছেন, চার্চে গিয়েছেন, বাইবেল পড়েছেন। কিন্তু এই সবকিছু করে শেষমেষ তাঁর মনে হয়েছে, ধর্ম একপ্রকার শোষণ।

তবে রাজামৌলি এও অকপটে স্বীকার করেছেন, তাঁর সব ছবিই কোনো না কোনো ভাবে হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারত থেকে অনুপ্রাণিত। ছোট থেকেই এই মহাকাব্যগুলি পড়ে বড় হয়েছেন তিনি। প্রথমে গল্পচ্ছলেই পড়তেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে চরিত্রগুলিকেও বুঝতে শুরু করেন তিনি। যতবারই পড়েন ততবারই নতুন কিছু শেখেন বলে মন্তব্য করেন রাজামৌলি।

প্রসঙ্গত, গত মাসেই দু দুটি সম্মানীয় আন্তর্জাতিক পুরস্কার এসেছে রাজামৌলির আর আর আর ছবির ঝুলিতে। পাশাপাশি অস্কারের জন্যও মনোনীত হয়েছে এই ছবি। সেখানে কোনো চমক আর আর আর দেখাতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর