বিদায় সিভান! বদলে গেল ISRO-র প্রধান, নতুন দায়িত্ব পেলেন অভিজ্ঞ বিজ্ঞানী এস সোমনাথ

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকার বুধবার সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথকে ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার (ইসরো) পরবর্তী প্রধান নিযুক্ত করেছে। তিনি GSLV Mk-III লঞ্চার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) এর একীকরণ টিমের নেতৃত্বে ছিলেন। তিনি এখন ইসরোর সিনিয়র বিজ্ঞানী এবং প্রধান কে সিভানের জায়গা নেবেন। এই সপ্তাহের শুক্রবার মেয়াদ শেষ হচ্ছে সিভানের।

অভিজ্ঞ বিজ্ঞানী এস সোমনাথকে তিন বছরের জন্য মহাকাশ বিভাগের সচিব এবং মহাকাশ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তথ্যে বলা হয়েছে যে, এস সোমনাথ ২২ জানুয়ারী ২০১৮ থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালকের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মহাকাশ সংস্থার পরবর্তী প্রধান হিসেবে তিনি কে সিভানের জায়গা নেবেন।

এস সোমনাথ দেশের সেরা রকেট প্রযুক্তিবিদ এবং মহাকাশ প্রকৌশলী। ভারতের সবচেয়ে শক্তিশালী মহাকাশ রকেট GSLV Mk-III লঞ্চারের উন্নয়ন কাজের নেতৃত্বদানকারী বিজ্ঞানীদের মধ্যে তাকে গণ্য করা হয়। তিনি তার কর্মজীবন শুরু করে পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল (PSLV) এর উন্নয়নমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এস সোমানাথ কেরলের এর্নাকুলামের মহারাজা কলেজ থেকে প্রাক-ডিগ্রি প্রোগ্রাম শেষ করার পর কেরল বিশ্ববিদ্যালয়ের টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কুইলন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন। এর পর তিনি আইআইএসসি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রকেট ডায়নামিক্স এবং কন্ট্রোলে তার দক্ষতা রয়েছে। তিনি দেশীয় ক্রায়োজেনিক পর্যায় সহ GSLV-এর তিনটি সফল মিশনে এবং LPSC-এর সাথে PSLV-এর এগারোটি সফল মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি 1985 সালে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) যোগদান করেন। জুন 2010 থেকে 2014 পর্যন্ত GSLV Mk-III এর প্রকল্প পরিচালক ছিলেন। তিনি নভেম্বর 2014 পর্যন্ত VSSC-তে ‘স্ট্রাকচার’ ইউনিটের উপ-পরিচালক এবং VSSC-তে ‘প্রপালশন অ্যান্ড স্পেস অর্ডিন্যান্স ইউনিট’-এর উপ-পরিচালক ছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর