বাংলা হান্ট ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যে। সোমবার সকাল থেকেই দমকা হাওয়ার তাণ্ডব চলছিল একাধিক জায়গায়। সন্ধের পর তুমুল বৃষ্টি নামে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘন ঘন বজ্রপাত আর ঝড়-বৃষ্টির তোলপাড় চলে বেশ কিছুক্ষণ। গতকাল বাজ পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের। জায়গায় জায়গায় ভেঙে পড়ে বাড়ি। এরই মাঝে ভয়াবহ বিপর্যয়ের মুখে পরেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
সূত্রের খবর, গতকাল প্রচারে বেরিয়েই বিপত্তিতে পরেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ঝড়-বৃষ্টিতে তার প্রচার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তৃণমূলের তারকা প্রার্থী। এরপরই শওকত মোল্লার গাড়ি করে তৎক্ষণাৎ এলাকা ছাড়েন সায়নী ঘোষ।
গতকাল বিকেল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। সন্ধের দিকে ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টি পড়ছিলই। তবে সেসব প্রতিকূলতা তোয়াক্কা না করেই ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা ১ ও বেঁওতা ২ অঞ্চলে হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার সারছিলেন সায়নী। তবে মাঝেই আবহাওয়া আরও খারাপ হতে থাকে। হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে তৃণমূলের র্যালির সামনেই ভেঙে পরে গাছের ডাল।
আরও পড়ুন: বাম এজেন্টকে মারধর! কলার ধরে টেনে হিঁচড়ে-ভুয়ো এজেন্টকে বের করলেন সেলিম, ধুন্ধুমার!
এদিন প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের ফলে বেঁওতা-১ এর ক্রোলবেড়িয়া এলাকায় নির্বাচনী সভা বন্ধ করে বেশ কিছুক্ষণ আটকে ছিলেন সায়নী। পরে বন্ধ ঘর থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী। সোমবার বিকেলে বৈশাখের প্রথম কালবৈশাখীর তোলপাড় চলল রাজ্যে। বৃষ্টির জেরে খাস কলকাতায় একাধিক এলাকা জলমগ্ন। ঝড়বৃষ্টির জেরে শিয়ালদহের দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দুর্যোগের জেরে মিলেছে প্রাণহানির খবর।