নিজের জন্মদিনেই জন্মদাত্রীর শেষকৃত্য, মায়ের স্বপ্নপূরণের জন্য বড় শপথ নিলেন সায়নী

বাংলা হান্ট ডেস্ক : ভেন্টিলেশন, চিকিৎসা কোনোকিছুরই অভাব ছিলনা। তবুও শেষরক্ষা হয়নি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে তখনই মাতৃহারা হলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এদিকে গত শনিবারই ছিল সায়নী ঘোষের জন্মদিন। এমন পরিস্থিতিতেই তাকে করতে হল মায়ের শ্রাদ্ধকর্ম। মায়ের শ্রাদ্ধকর্ম করছেন এমন দুটি ছবিও শেয়ার করেছেন তিনি।

ছবির সাথে ক্যাপশনে আবেঘন হয়ে তিনি লিখেছেন, ‘মা, আজ থেকে বত্রিশ বছর আগে ঠিক এই দিনে তুমি আমাকে ভূলোকের আলো দেখিয়েছিলে, বত্রিশ বছর পর আজ ঠিক একই দিনে তোমাকে আমি ব্রহ্মলোকের আলোকপথে এগিয়ে দিলাম।’ একইসাথে মায়ের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘তোমার অসীম জ্ঞান, বুদ্ধিমত্তা, সকল জীবের প্রতি পরম স্নেহ, পরোপকারী মন, বছরের পর বছর শত মানসিক ও শারীরিক কষ্টকে উপেক্ষা করে হাসি মুখে লড়াই করে চলা, সত্যি এক সাধারণ মেয়ের অসাধারণ মা তুমি।’

screenshot 2024 01 28 15 14 36 80 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

সেই সাথে সায়নীর সংযোজন, ‘গুরু বলেছেন, তুমি উত্তরায়ণের মুহূর্তে যাত্রা করেছো। একমাত্র খুব উচ্চমানের মানুষরাই এমন দিনে দেহ রাখার ভাগ্য পায়। তোমার আত্মা আলোক পথে চলে গেছে। সমস্ত কর্মের অবসান হয়েছে, পূর্ণ মুক্তি।’ মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে লিখেছেন তার মায়ের স্থান যেন হয় পরম করুণাময়ের চরণে।

screenshot 2024 01 28 15 14 52 92 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

প্রার্থনা শেষে সায়নী ঘোষ লিখেছেন, ‘এই প্রার্থনা দিয়েই জন্ম-মৃত্যুর এই বৃত্ত আজ সম্পূর্ণ করলাম। তোমার সকল শক্তিকে নিজের ভিতর ধারণ করলাম, তোমার সকল অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণ করার প্রতিজ্ঞা করলাম। শুভ যাত্রা মা, শুভ জন্মদিন মিস ঘোষ।’ সায়নীর মায়ের শরীর খারাপ আজকের নয়। তবে কোনও পরিস্থিতিতেই সায়নী তার মায়ের শরীর খারাপ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। আসন্ন লোকসভা নির্বাচনেও তিনি সমস্ত শক্তি দিয়ে লড়বেন বলেই জানা গেছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর