প্রথমবার লোকসভায় পা! কেমন অভিজ্ঞতা জুন, সায়নীদের? জানালেন TMC-র মহিলা সাংসদেরা

বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রচুর মহিলা মুখকেও প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সায়নী ঘোষ (Saayoni Ghosh), জুন মালিয়া (June Malia) থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, ডক্টর শর্মিলা সরকার, সেই তালিকায় নাম রয়েছে অনেকের। ভোটে জিতে অনেকেই সাংসদ হয়েছেন। এবার লোকসভায় প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন তাঁরা।

সোমবার অষ্টাদশ লোকসভার (Lok Sabha) প্রথম অধিবেশনের দিন। প্রথমবার লোকসভায় পা রাখলেন জুন, সায়নীরা। সেই অভিজ্ঞতা কেমন? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেকথা ভাগ করে নিলেন তৃণমূলের (Trinamool Congress) মহিলা সাংসদরা। জুন, সায়নীর সঙ্গে একসঙ্গে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, আরামবাগের সাংসদ মিতালি বাগকেও।

মহিলা সাংসদ হিসেবে অভিজ্ঞতা কেমন? প্রশ্নের উত্তরে যাদবপুরের (Jadavpur) নবনির্বাচিত সাংসদ সায়নী বলেন, ‘অভিজ্ঞতা তো দারুণ। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাঘিনী আমাদের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য ভীষণ বড় একটা ব্যাপার’।

আরও পড়ুনঃ ফের সবুজ ঝড়! হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে BJP-কে টেক্কা TMC-র, কটি আসনে এগিয়ে?

এরপর জুনও মেনে নেন এটা ভীষণ বড় একটা ব্যাপার। মেদিনীপুরের (Medinipur) সাংসদ বলেন, ‘প্রথম দিন, আমরা সবাই ভীষণ উত্তেজিত। আগামী ৫ বছর সুন্দর হবে এই আশাই করছি’। এরপর সংবিধান হাতে সায়নীকে বলতে শোনা যায়, প্রথম দিন থেকেই আমরা ‘টোন’ সেট করতে চাইছি। কোনও রকম স্বৈরাচারীতা চলবে না বলেও স্পষ্ট জানান যাদবপুরের সাংসদ।

June Malia Saayoni Ghosh

এদিকে একদিনে যখন সংবিধান হাতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন সায়নী, অন্যদিকে যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি ব্যস্ত জিলিপিতে কামড় দিতে। ওপার বাংলার সিনেমা ‘তুফান’এ নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই সিনেমার গান ‘দুষ্টু কোকিল’। সেই গানের সাফল্য সেলিব্রেট করতেই জিলিপিতে কামড় দেন মিমি। রাজনীতি থেকে দূরে আপাতত নিজের সিনেদুনিয়ার কাজ নিয়েই ব্যস্ত যাদবপুরের প্রাক্তন সাংসদ।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর