বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন সায়নী ঘোষ (saayoni ghosh)। আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। দিনরাত খেটে প্রচার করেও জয়ের মুখ দেখতে পাননি। কিন্তু অন্য দলের প্রার্থীদের মতো ভোটে হেরে রাজনীতিকে বিদায়ও জানাননি সায়নী। বরং দলের পাশে থেকে সাধ্যমতো কাজ করে গিয়েছেন এবং এখনো করছেন তিনি।
তবে রাজনীতির চাপে পড়ে অভিনয়কে যে সায়নী ভুলে গিয়েছেন এমনটা কিন্তু নয়। বরং রাজনীতির ময়দানের ব্যস্ততা সামলেই ফের লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন সায়নী। অনেকদিন পর ফের ক্যামেরার মুখোমুখি হলেন তিনি। আর ফিরেই অনুরাগীদের জন্য শেয়ার করলেন একটি নতুন ছবি ও ভিডিও।
ছবিতে খাঁটি বাঙালি বধূর সাজে ধরা দিয়েছেন সায়নী। লাল পাড় সাদা শাড়ি, একঢাল লম্বা চুল, কপালে বড় লাল টিপ, নাকে নথ আর হাতে শাখা পলা পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কিন্তু একটি বড়সড় ভুল করে বসেছেন সায়নী যেটা তাঁকে ধরিয়ে দিলেন জনৈক নেটনাগরিক।
হাতে শাখা পলা পরতে গিয়ে একটু ভুল করে ফেলেন অভিনেত্রী। নম্র ভাবেই জনৈক নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে তবে শাঁখা পলাগুলো একটু সোজা করে পরলে আরো ভাল লাগত। আগে শাঁখা পরে পলা পরতে হয়’। তাঁকে উত্তরও দিয়েছেন সায়নী।
তাঁর উত্তর দেখে অবাক অনেকেই। ভুল সংশোধনকারিণীকে ধন্যবাদ দিয়ে সায়নী জানান, খুব বড় ভুলের হাত থেকে তাঁকে বাঁচিয়েছেন তিনি। সুন্দর উত্তরের জন্য সায়নীর প্রশংসাও করেছেন অনেকে। বাঙালি বধূর সাজে তাঁকে খুব সুন্দর লাগছে, এমনি মন্তব্য করেছেন নেটিজেনরা।
https://www.instagram.com/p/CUHzQsXAYLV/?utm_medium=copy_link
পরিচালক অনীক দত্তের আগামী ছবি ‘অপরাজিত’তে দেখা যাবে সায়নীকে। বিমলা রায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের স্ত্রী বিমলা রায়ের সঙ্গে বেশ কিছুটা মিল পাওয়া যাবে এই চরিত্রের। কিন্তু পরিচালকের দাবি, এটি বিমলা রায়ের বায়োপিক নয়। এখনো ছবির মুক্তির তারিখ প্রকাশ্যে আনা হয়নি নির্মাতাদের তরফে।