কোটি টাকার ঋণ নিয়ে রাজনীতিতে সায়নী, ইডির তলব পাওয়া নেত্রীর সম্পত্তির পরিমাণ জানেন?

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় ফের সায়নী ঘোষ (Saayoni Ghosh) তবে ইতিবাচক নয়, নেতিবাচক কারণে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে নতুন করে নাম জড়িয়েছে তাঁর। দুজনের চ্যাট হাতে পেয়েছে ইডি। আর সেই সূত্রেই শুক্রবার হাজিরা দিতে ডেকে পাঠানো হয়েছে সায়নীকে।

বুধবার সকালে এ খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ সদস্য সায়নী। তাঁকে তলব করা মানে শাসক দলকে এক প্রকার কোণঠাসা করার চেষ্টা। এমতাবস্থায় সায়নীর রোজগার, সম্পত্তি নিয়ে আগ্রহ দেখা গিয়েছে আমজনতার মধ্যে।

saayoni soumitra

উল্লেখযোগ্য হল একুশের বিধানসভা নির্বাচনে (election) আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের (tmc) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ (sayani ghosh)। সে সময়ে রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি। সেসময়ে হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য দেখে অবাক হয়ে যাবেন।

সায়নীর জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছিল, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ৩২ হাজার ৭৭৫ টাকা ক‍্যাশ ছিল তাঁর কাছে। ২০১৯-২০ অর্থবর্ষে অভিনেত্রীর মোট আয় ছিল ৮৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা। পাঁচটি ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত মোট অর্থের পরিমাণ ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা। এছাড়াও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা জমা রয়েছে সায়নীর। লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা মূল‍্যের একটি বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর। মাত্র ৪ গ্রাম সোনা রয়েছে তাঁর।

এছাড়াও যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের কাছে একটি ফ্ল‍্যাটের মালকিন তিনি যার বাজার মূল‍্য প্রায় ৩৮ লক্ষ টাকা। তবে সম্পত্তির পাশাপাশি মাথায় ঋণের বোঝাও নেহাত কম নেই সায়নীর। ব‍্যক্তিগত ও গাড়ি ঋণ নিয়ে ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকার ঋণ রয়েছে তাঁর।।

মায়ের কাছ থেকেও ১৯ লক্ষ ৩৮ হাজার টাকা সায়নী ধার নিয়েছেন বলে ডাকা যেন হয়। যাদবপুরের হিরেন্দ্র লীলা পত্রনবিশ স্কুল থেকে উচ্চমাধ‍্যমিক পাশ করেছেন সায়নী। এমনি তথ‍্য তিনি জানিয়েছিলেন হলফনামায়। আগামী শুক্রবার অভিনেত্রীকে তলব করেছে ইডি। তবে নির্দেশ তিনি মানবেন কিনা তা স্পষ্ট নয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর