দলীয় কর্মীরা বারবার গায়ে এসে পড়ায় বিরক্ত হলেন সায়নী! শাড়ি পরেই দিলেন দৌড়

বাংলা হান্ট ডেস্কঃ প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরের দিন থেকেই নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণে মাটি কামড়ে পড়ে আছেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। ওনার কেন্দ্রে ওনাকে নিয়ে বিক্ষোভও কম হয়নি। প্রথমেই ওনারই দলের কর্মী সমর্থকরা ওনাকে বহিরাগত আখ্যা দিয়ে প্রার্থী বদলের দাবি জানিয়েছিল। রাস্তায় অবরোধ, টায়ার জ্বালিয়ে দেখানো হয়েছিল বিক্ষোভও।

saayoni ghosh 542526

   

এরপর হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে রাণীগঞ্জে ওনাকে বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে বাধা দিয়েছিল স্থানীয়রা। এছাড়াও মন্দিরে ঢুকতে গিয়েও ‘গো ব্যাক” স্লোগান শুনতে হয়েছিল সায়নীকে। কিন্তু তাতেও দমে যান নি তিনি। নিজের জয় সুনিশ্চিত করতে চারিদিকে গিয়ে প্রচার কাজ চালিয়ে গিয়েছেন সায়নী। আর এরই মধ্যে সায়নীকে নিয়ে আরেকটি খবর প্রকাশ্যে এলো। এই খবরের জেরে আবারও শিরোনামে সায়নী।

local people protest to enter at the Raniganj temple to Saayoni Ghosh

সোমবার সকালে বার্নপুরের নার্সিংবাঁধ এলাকায় প্রচারে গিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড়াতে দেখা যায় সায়নীকে। ওনার দৌড়ানোর প্রধান কারণ হল, বারবার বারণ করা স্বত্বেও তৃণমূলের কর্মী-সমর্থকরা ওনার সামনে চলে আসছিল। আর সেই কারণে তিনি বেশ বিরক্তিও বোধ করছিলেন।

এই কারণে দলীয় কর্মী-সমর্থকদের থেকে দূরত্ব বজায় রাখতে শাড়ির কুঁচি ধরে দৌড় দেন সায়নী। প্রায় ৫০ মিটার রাস্তা তিনি দৌড়ে পার করেছিলেন। এরপর বিরক্ত সায়নী দলীয় কর্মীদের নিজের থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর