রাজনীতি করি বলে আগের মতো সহজে ছবির অফার আসে না, মন্তব‍্য সায়নী ঘোষের

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী হয়ে রাজনীতির জগতে এলে এসি ঘরে বসে বৈঠক করতে হয়, এমন ধারণায় বিশ্বাসী নন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি যখন সক্রিয় ভাবে তৃণমূলে যোগ দেন তখন থেকেই রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। প্রচণ্ড রোদ, কালবৈশাখীর মধ‍্যেও প্রচার করেছেন সায়নী।

নির্বাচনে না জিতলেও আরো গুরু দায়িত্ব পেয়েছেন দলে। আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করছেন সায়নী। সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে তাঁর অভিনয়ের কেরিয়ারও। তবে আগের থেকে ছবির সংখ‍্যা কমিয়েছেন সায়নী। তাঁর মতে, কোয়ান্টিটি কমেছে কিন্তু কোয়ালিটি বেড়েছে।

Saayoni ghosh
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে যুব তৃণমূল সভাপতি বলেন, আগে তিনি বছরে ১৪-১৫ টা করে ছবি করতেন। তখন শুধু সংখ‍্যাটাই বেশি হত। কাজ তেমন ভাল হত না। কিন্তু এখন তিনি ছবির পরিমাণ কমিয়েছেন। অনেক ভেবেচিন্তে ছবি, চরিত্র বাছেন। এখন যে ধরণের চরিত্রগুলি তিনি করেন সেগুলোতে গভীরতা রয়েছে বলে মন্তব‍্য করেন সায়নী। আগের থেকে অনেক পরিণত চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি।

সায়নী বলেন, তাঁর অভিনয় জগতে রাজনীতির কোনো হস্তক্ষেপ নেই। দল ঠিক করে দেয় না তিনি কোন চরিত্রে অভিনয় করবেন না করবেন। তেমনি রাজ‍্যের শাসক দলের সদস‍্য মানেই যে তাঁর কাছে ছবির প্রস্তাব অনেক বেশি আসে এমনো কোনো মানে নেই।

বরং সায়নী বলেন, আগে তাঁর কাছে অনেক সাধারণ ভাবে ছবির প্রস্তাব আসত। কিন্তু এখন একটা দূরত্ব তৈরি হয়েছে। তিনি মন দিয়ে রাজনীতি করেন বলে অনেকে ভাবেন যে তাঁর কাছে পৌঁছানো কঠিন। তবে তিনি কিন্তু আগের মতোই রয়েছেন বলে জানান সায়নী। মানুষ তাঁর অভিনয়ের প্রশংসা করেন। ভবিষ‍্যতে রাজনীতি এবং অভিনয় দুটোই চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে সায়নীর।


Niranjana Nag

সম্পর্কিত খবর