দাবাং গার্লস! মহিলা পুলিসকর্মীদের নাচের ভিডিও শেয়ার করলেন সায়নী

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় ছবির তালিকায় অনায়াসেই জায়গা করে নেবে সলমন খানের ‘দাবাং’ (dabangg)। বক্স অফিসে সাফল‍্যের পাশাপাশি দর্শকের ভালবাসা জিততেও সফল হয়েছিল এই সিরিজ। দাবাংয়ের টাইটেল ট্র‍্যাকটিও একই রকম জনপ্রিয় রয়েছে এগারো বছর পরেও। ছবিতে পুলিস অফিসার চুলবুল পাণ্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন। এবার এই গানে আসল পুলিসকর্মীদের নাচের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী সায়নী ঘোষ (saayoni ghosh)।

সদ‍্য যুব তৃণমূলের সভাপতি পদে আসীন হয়েছেন সায়নী। রাজনৈতিক থেকে বিনোদন জগতের দায়িত্ব সামলেও সোশ‍্যাল মিডিয়ায় কিছুক্ষণের সময় কাটাতে ভোলেন না তিনি। সেখানে রাজনীতি বিষয়ক পোস্ট থেকে শুরু করে মজার পোস্টও শেয়ার করেন সায়নী। সম্প্রতি নিজের খুব পছন্দের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

1615334471 sayani ghosh
ভিডিওতে ‘দাবাং’ গানে নাচতে দেখা যাচ্ছে কয়েকজন মহিলা পুলিসকর্মীকে। একেবারে ছবির চুলবুল পাণ্ডের মতোই বেল্ট ধ‍রে নেচেছেন তাঁরা। ছোট্ট ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মহিলা পুলিসকর্মীদের এই ভিডিও মন ছুঁয়ে গিয়েছে সায়নীর। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার দিনটা ভাল করে দিল ভিডিওটা’। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, ‘আমাদের দাবাং গার্লস’।

প্রসঙ্গত, নির্বাচনের আগে বহু তারকাই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তার মধ‍্যে থেকে অনেকে যেমন জয়ী হয়েছেন আবার কয়েকজনকে দেখতে হয়েছে হারের মুখ। এমনি একজন হলেন সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন তিনি। নাম ঘোষনা হওয়ার পর থেকেই পুরো দমে প্রচারে নেমে পড়েছিলেন সায়নী।

প্রচণ্ড রোদ হোক বা কালবৈশাখি ঝড় সব উপেক্ষা করেই স্থানীয়দের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের অনেকেই প্রশংসা করেছিলেন। কিন্তু ফল বেরোতে দেখা গেল হার হয়েছে সায়নীর। বিজয়ী হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তবে অবশ‍্য পরিশ্রমের ফল তিনি পেয়েছেন। যুব তৃণমূলের সভাপতি পদে বসানো হয় তাঁকে।

দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন সায়নী। বর্ষায় হুগলী অঞ্চলের ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা মাথায় রেখে যুব তৃণমূলের তরফে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। উত্তর চব্বিশ পরগণাতেও জেলার যুব তৃণমূলের সভাপতি ও কর্মীরা ব্লক স্তরে তৈরি করেছেন কুইক রেসপন্স টিম। এখানকার কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত অঞ্চলগুলির বাসিন্দাদের কারোর প্রয়োজনে সাহায‍্যের জন‍্য নিয়োজিত টিমের স্বেচ্ছাসেবকরা।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর