ED-র তলব পেয়েছিলেন তিনিও, এবার ঋতুপর্ণার ডাক পড়তেই ফোঁস করে উঠলেন সায়নী

বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনী প্রচারের শেষ বেলায় চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে রাজ্যের রেশন দুর্নীতি মামলায় টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দিদির ইডির তলব। প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও একবার রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী সংস্থা ইডির তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল টলিউড অভিনেত্রীকে।

জানা যাচ্ছে, রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় এই টলিউড অভিনেত্রীকে আগামী ৫ জুন ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ব্যাংকে লেনদেনের তথ্যের উপর ভিত্তি করেই জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে তলব করা হয়েছে।

এপ্রসঙ্গে আজ যাদবপুরে শেষ প্রচারের ফাঁকে ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্তের ইডি তলব নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যদিও এদিন ইডির তলব নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের পক্ষ নিয়েই  সায়নী এদিন  বেশ জোর গলায় বললেন, ‘ষড়যন্ত্র হতেই পারে। এই প্রথম নয়। এর আগেও ঋতুদিকে বারবার গ্রিল করা হয়েছে।’

তবে সায়নীর বিশ্বাস অভিনেত্রী নিজেই  গোটা বিষয়টাকে খুব সুন্দরভাবে সামলে নিতে পারবেন। তবে আসন্ন সিনেমা ‘অযোগ্য’ মুক্তির আগেই এদিন ইডির তলব পেয়ে এদিন বেশ অবাক হয়েছেন টলি কুইন ঋতুপর্ণা। তাই রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর খানিক আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয় অভিনেত্রীর।

আরও পড়ুন: পানীয় জলের আকাল, হাহাকার শিলিগুড়িতে! মেয়রের গাড়ি আটকে চোর স্লোগান

এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা ষড়যন্ত্র। খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারনাই নেই। আমার কলকাতার বাড়িতেও তো কোনও চিঠি আসেনি!’

Ritupara

প্রসঙ্গত ইতিপূর্বে ২০১৯ সালের জুলাইয়েও রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। আসলে একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা সিনেমা প্রযোজনা করেছিল। আর তার মধ্যে কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ ছিল রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর। এবিষয়ে জানার জন্যই সেসময় অভিনেত্রীকে  জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর