সুজানকে সরিয়ে সাবাই এখন গিন্নি, দুই ছেলের জন‍্য নতুন ‘মা’ খুঁজছেন হৃতিক!

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ মনে হয় বাঁধা পড়েই গেলেন বলিউডের গ্রিক গড। দীর্ঘদিনের প্রেমিকা তথা স্ত্রীকে বিচ্ছেদ দিয়ে হাঁটুর বয়সী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃতিক রোশন (Hrithik Roshan)। ধীরে ধীরে অভিনেতার পরিবারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়ছেন সাবা আজাদ (Saba Azad)। এবার রবিবাসরীয় দুপুরও কাটালেন প্রেমিকের পরিবারের সঙ্গে।

হৃতিকের কাকা রাজেশ রোশন একটি ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। গোটা রোশন পরিবারই ধরা দিয়েছেন এক ফ্রেমে। হৃতিক, তাঁর মা পিঙ্কি, দুই ছেলে, ভাগ্নী সুরন্তিকা, তুতো বোন পশমিনা সহ আরো অনেককেই দেখা গেল সেখানে। তবে বিশেষ ভাবে নজর কাড়লেন সাবা।

Hrithikk
ক‍্যাপশনে অভিনেতার কাকা লিখেছেন, ‘খুশি সবসময় ঘিরে থাকে। বিশেষ করে রবিবারের মধ‍্যাহ্নভোজে।’ সেই পোস্টের কমেন্ট বক্সেই সাবা লিখলেন, ‘সেরা রবিবার’। হৃতিকের পরিবার যে তাঁকে দু হাত বাড়িয়ে গ্রহণ করেছে তা এই ছবির পরেই অনেকটা স্পষ্ট। উপরন্তু কিছুদিন আগেই অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খানের থেকেও প্রশংসা কুড়িয়েছেন সাবা। এবার শুধু সম্পর্কটা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করার পালা।

https://www.instagram.com/p/CaNW_tdM935/?utm_medium=copy_link

প্রসঙ্গত, হৃতিক আপাতত খুল্লমখুল্লাই প্রেম করছেন ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ সাবা আজাদের সঙ্গে। সম্প্রতি দুজনকে রেস্তোরাঁ থেকেও বেরোতে দেখা যায় হাত ধরে। পাপারাৎজির সামনেও প্রেমিকার হাত ছাড়েননি হৃতিক। দুজনে নাকি বেশ কিছু সময় ধরে লুকিয়ে প্রেম করছেন। যদিও বিষয়টা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বেশ কিছু সময় ধরেই নাকি একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন হৃতিক সাবা। তবে সবটাই আড়ালে। তাহলে হঠাৎ সর্বসমক্ষে এলেন কেন তাঁরা? এমনকি যারা বিষয়টা জানতেন তারাও নাকি ভাইরাল ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, গত মাসে নাকি দুজনে গোয়াও গিয়েছিলেন। কিন্তু সবকিছু যখন গোপনেই ছিল, তখন হঠাৎ জনসমক্ষে আসতে গেলেন কেন তাঁরা? উত্তর অবশ‍্য মেলেনি। জানিয়ে রাখি, দুজনের বয়সের পার্থক‍্য ১৬ বছর। হাজারো প্রশ্ন উঠলেও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি হৃতিক। সাবাও এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ।

Niranjana Nag

সম্পর্কিত খবর