হৃতিকের সঙ্গে থাকা ‘রহস‍্যময়ী’ তিনিই? উত্তর দিলেন সাবা আজাদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত দুদিন ধরে বলিউডি বিনোদুনিয়ায় চর্চার কেন্দ্রে দুটো নাম হৃতিক রোশন (hrithik roshan) ও সাবা আজাদ (saba azad)। যেদিন থেকে দুজনকে হাতে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা গিয়েছে সেদিন থেকেই গুঞ্জন শুরু হয়েছে দুজনকে নিয়ে। নেটিজেনদের অধিকাংশের মতে, ভাইরাল ভিডিওতে হৃতিকের পাশে মাস্কে মুখ ঢাকা ‘রহস‍্যময়ী’ OTT দুনিয়ার পরিচিত মুখ সাবাই।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের কাছে বিষয়টা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। হৃতিককে কি সত‍্যিই ডেট করছেন তিনি? প্রসঙ্গটা উত্থাপন করতেই এড়িয়ে যান সাবা। তিনি তড়িঘড়ি জানান, ব‍্যস্ত রয়েছেন। তাই পরে যোগাযোগ করবেন। তবে তিনি যে সেদিন হৃতিকের সঙ্গে ছিলেন না, সেটাও তিনি কিন্তু অস্বীকার করেননি।


সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, এক তরুণীর সঙ্গে হাতে হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন হৃতিক। সুন্দরীর মুখে কালো মাস্ক। পাপারাৎজির সামনে দিয়েই তরুণীর হাত ধরে গাড়িতে উঠে যান অভিনেতা।

ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা কৌতূহলে প্রশ্ন দিয়ে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কে এই রহস‍্যময়ী? এত ক‍্যামেরার ঝলকানির মাঝেও তরুণীর হাত ছাড়লেন না হৃতিক! তখনি অনেকে দাবি করেছিলেন নতুন করে প্রেমে পড়েছেন হৃতিক। নেটিজেনদের একাংশের মতে, এই রহস‍্যময়ী হলেন সাবা আজাদ। বড়পর্দায় দেখা না গেলেও OTT দুনিয়ায় বেশ জনপ্রিয় নাম সাবা।

বেশ কয়েকটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। হৃতিকের পরিবারের লোকেরা নাকি সাবাকে সোশ‍্যাল মিডিয়ায় ফলোও করেন। তবে কি প্রেম করছেন হৃতিক সাবা? দুজনের বয়সের পার্থক‍্য ১৬ বছর। হাজারো প্রশ্ন উঠলেও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি হৃতিক।

এদিকে সম্প্রতি শোনা গিয়েছে, শাহরুখ ও সলমনের সঙ্গে শীঘ্রই স্ক্রিন শেয়ার করতে চলেছেন হৃতিক। টাইগার থ্রি বা পাঠানে না হলেও ‘ওয়ার ২’ এর পর নিশ্চয়ই তিন গুপ্তচরের চরিত্রকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।

সূত্রের খবর, প্রযোজক আদিত‍্য চোপড়া মনে করেন শাহরুখ, সলমন ও হৃতিকের গুপ্তচর চরিত্রগুলি যখন পর্দায় মিলিত হবে, তখন ব‍্যাপারটা বলিউডি ‘অ্যাভেঞ্জারস এন্ডগেম’ এর মতোই হবে। সেই মুহূর্তটার জন‍্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করুক, সেটাই চান যশরাজ ফিল্মস প্রোডাকশনের মালিক।

X