‘সলমন খুব অসভ্য, ভয় লাগে’, ভাইজানকে নিয়ে বিষ্ফোরক পাক অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: তিনি বলিউডের ভাইজান। এই নামেই একডাকে তাঁকে চেনে সকলে। শুধু হিন্দি ইন্ডাস্ট্রি নয়, গোটা দেশ জুড়েই ছড়িয়ে তাঁর অগুনতি অনুরাগীরা। তিনি ওয়ান অ্যান্ড ওনলি সলমন খান (Salman Khan)। তাঁকে ছাড়া বলিউড অসম্পূর্ণ। অথচ তাঁর নামেই হাজারো অভিযোগ। শুধু বলিউডে না, পড়শি দেশ পাকিস্তানের অভিনেত্রীও আঙুল তুলেছেন সলমনের দিকে। করেছেন গুরুতর অভিযোগ!

পাক অভিনেত্রী সাবা কামার (Saba Qamar), যিনি কাজ করেছেন বলিউডেও। ইরফান খানের সঙ্গে হিন্দি মিডিয়াম ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বেশ হিট হয়েছিল ছবিটি। সাবাও জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতীয় দর্শক মহলে। কিন্তু সাবার একটি মন্তব্য তাঁর জনপ্রিয়তা কেড়ে তো নিয়েছিলই, উপরন্তু চটিয়ে লাল করে দিয়েছিল ভারতীয় তথা সলমন ভক্তদের।

saba qamar

২০১৫ সালে একটি পাকিস্তানি শো তে গিয়েছিলেন সাবা। সেখানে তাকে কয়েকজন বলিউড অভিনেতার ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, কার সঙ্গে তিনি কাজ করতে চান না এবং কারণটাই বা কী? সাবা উত্তর দিয়েছিলেন, সলমনের সঙ্গে কাজ করতে চান না তিনি। অভিনেতা একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও সাবা রাজি হননি।

কেন? যার জনপ্রিয়তা প্রায় গোটা বিশ্বজুড়ে, তাঁকে না বলার কারণ কী? সাবা উত্তর দিয়েছিলেন, সলমন খুব ‘ছিছোড়া’ অর্থাৎ অশালীন, অভদ্র। তিনি বলেছিলেন, আল্লাহ মাফ করুন কিন্তু সলমন ভাইয়াকে খুব ভয় পান তিনি। সাবা আরো বলেছিলেন, সলমন কোরিওগ্রাফারের নির্দেশ শোনেন না। নিজের মতো স্টাইল বানিয়ে নেন। অবশ্য শুধু সলমন নয়, ইমরান হাশমি এবং রণবীর কাপুরকেও ‘না’ বলে দিয়েছিলেন সাবা।

কিন্তু সাবার হালকা মেজাজে বলা কথাগুলো ভাল ভাবে নেয়নি ভারতীয়রা। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। বাধ্য হয়ে পরে সাফাই দিয়ে সাবা বলেছিলেন, সব অভিনেতাদের ব্যাপারে তিনি যা বলেছেন সবটাই মজা করে। চাপে পড়ে সলমনকে খুব আন্তরিক এবং বিরাট তারকা বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর