বাংলা সিরিয়ালের ইতিহাসে প্রথম বার! একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দুই কিংবদন্তি সাবিত্রী-মাধবী

বাংলাহান্ট ডেস্ক: টেলিপাড়ায় একটা গল্প শেষ হয় আর আরেকটা গল্প শুরু হয়। এমনটাই হয়ে আসছে বছরের পর বছর ধরে। স্রেফ আগের তুলনায় এখন আরো ঘন ঘন বন্ধ হচ্ছে সিরিয়ালগুলি (Serial)। মেগা সিরিয়ালের পাট চুকেছে। নতুন পুরনো অভিনেতা অভিনেত্রীরা মন জিতে নিচ্ছেন দর্শকদের। তবে কথাতেই আছে, ওল্ড ইজ গোল্ড। পুরনো অভিনেত্রীরা, বিশেষ করে স্বর্ণযুগের অভিনেত্রীরা এখনো দিব‍্যি কাঁপিয়ে চলেছেন টেলিপাড়া।

আগামীতে আরো একটি সিরিয়ালে দেখা যাবে এমনি দুই স্বর্ণযুগের প্রবীণ অভিনেত্রীকে। তাঁরা হলেন সাবিত্রী চট্টোপাধ‍্যায় (Sabitri Chatterjee) এবং মাধবী মুখোপাধ‍্যায় (Madhabi Mukherjee)। এক সময়ে দুজনেই ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেত্রী। কাজ করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ‍্যায়, সত‍্যজিৎ রায়ের মতো কিংবদন্তিদের সঙ্গে। এখন আর বড়পর্দায় ততটা দেখা না গেলেও সিরিয়ালে টুকটাক অভিনয় করেন দুজনেই।

Madhabi 1140x858 1
এবার একই সিরিয়ালে এই দুই অভিনেত্রীকে নিয়ে আসতে চলেছে স্টার জলসা। ‘খড়কুটো’র গুনগুন সৌজন‍্য জুটি আবার ফিরবে নতুন সিরিয়ালে, এ খবর আগেই জানা গিয়েছিল। সেই সিরিয়ালেরই অন‍্যতম মূল আকর্ষণ হতে চলেছেন সাবিত্রী এবং মাধবী। সিরিয়ালের নাম ‘সোনায় সোহাগা’।

ছোটপর্দায় অনেকদিন ধরেই রয়েছেন সাবিত্রী এবং মাধবী। কিন্তু একই সঙ্গে কোনো সিরিয়ালে এই প্রথম অভিনয় করতে চলেছেন দুজনে। এখনো প্রোমো শুটিং হয়নি সিরিয়ালটির। জানা যাচ্ছে, রাজনীতির প্রেক্ষাপটে প্রেমের গল্প বলবেন লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়।

Sabitri chatterjee 1
সংবাদ মাধ‍্যমকে তৃণা জানান, নতুন সিরিয়াল নিয়ে খুব বেশি কিছু জানেন না। লীনা গঙ্গোপাধ‍্যায় প্রস্তাব দিতেই তিনি রাজি হয়ে গিয়েছেন। তবে এখনো পর্যন্ত তিন অভিনেতা অভিনেত্রী একসঙ্গে চিত্রনাট‍্য নিয়ে বসতে পারেননি। কারণ কৌশিক এখন কলকাতায় নেই। অন‍্যদিকে ধুলোকণার শেষ মুহূর্তের শুটিং নিয়ে ব‍্যস্ত ইন্দ্রাশিস। সেসব মিটলে তারপর এক জায়গায় হবেন তিনজন। নতুন বছরের শুরু থেকেই শুটিং শুরু হয়ে যেতে চলেছে নতুন সিরিয়ালের।

Niranjana Nag

সম্পর্কিত খবর