বাংলাহান্ট ডেস্ক: বাংলা সংষ্কৃতি জগতের স্বর্ণযুগটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। একে একে বিদায় নিচ্ছেন কিংবদন্তি গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রীরা। মঙ্গলবার সুরলোকে পাড়ি দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। মাতৃহারা হল বাংলা গান। প্রিয় সন্ধ্যাদির এমন ভাবে চলে যাওয়াতে ভেঙে পড়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।
বাঙালির বড় প্রিয় সাবু দি। এই বয়সে এসেও অভিনয় চালিয়ে যাচ্ছেন। মুখের হাসি আর মনের উদ্যম কখনো ফিকে হতে দেন না। কিন্তু তাঁর মনেও আজ বিষাদের কালো ছায়া। সন্ধ্যা দি ফাঁকি দিয়ে চলে গিয়েছেন তাঁকে। দুজনের সম্পর্ক তো আজকের না। অভিনেত্রীর জন্য বহু কালজয়ী গান গেয়েছেন গীতশ্রী। পেশাগত সম্পর্ক বদলে গিয়েছে ব্যক্তিগত ঘনিষ্ঠতায়।
সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত সাবিত্রী। সেই সব গানগুলো এখন কানে বাজছে। বর্ষীয়ান অভিনেত্রী জানান, কয়েক মাস আগেও তাঁর কথা হয়েছিল গায়িকার সঙ্গে। ঠিক করেছিলেন তাঁর বাড়িতে যাবেন। কিন্তু সে সুযোগ আর দিলেন না সন্ধ্যা মুখোপাধ্যায়।
অভিনেত্রীকে সবসময় গলা ঢেকে রাখার পরামর্শ দিতেন গীতশ্রী। সেটা শাড়ির আঁচল দিয়েই হোক বা মাফলার। তিনি নিজেও সেটাই করতেন সবসময়। আসলে সন্ধ্যা মুখোপাধ্যায় বিশ্বাস করতেন, শিল্পকলার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের গলা ভাল রাখার খুব দরকার। আমেরিকায় প্রবাসী বাঙালিদের জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে পারফর্ম করার কথাও স্মৃতি হাতড়ে বের করে আনেন সাবিত্রী।
সেই সময়ের শিল্পীরা সবাই প্রায় চলে যাচ্ছেন একে একে। দীর্ঘশ্বাস ফেলে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, “এখন মনে হয় আমরাও এভাবেই চলে যাব। ওই দলেই চলে গিয়েছি। যা অবস্থা! আজ যে আছে, কাল সে নেই। সন্ধ্যাদির মতো আমারো সময় হয়ে গেল।”