পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশ, সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে পড়শি দেশে! ভিডিও ঘিরে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : বাংলার ছাত্রছাত্রীদের কথা ভেবে রাজ্য সরকার চালু করেছিল সবুজ সাথী (Sabuj Sathi Cycle) প্রকল্প। গত কয়েক বছর ধরেই চলছে এই প্রকল্প। প্রকল্প শুরু হতেই একাধিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল রাজ্য সরকারকে। সেই সময় পড়ুয়াদের একাংশের দাবি ছিল, নিখরচায় সাইকেল পেয়েও খুব একটা লাভবান হয়নি তারা। আর এবার সেই সবুজ সাথী সাইকেলের দেখা মিলল বাংলাদেশে (Bangladesh)।

সবুজ সাথী প্রকল্পের শুরু হতেই তাতে লেগেছিল দুর্নীতির রঙ। বহু অভিভাবক অভিযোগ করেছিলেন, অবৈধভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে সবুজ সাথীর সাইকেল। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাচার করা হচ্ছে পড়ুয়াদের সাইকেল। আর এবার সেই সাইকেলের দেখা মিলল পড়শি দেশ বাংলাদেশে। তবে কি পাশের দেশেও পাচার করে দেওয়া হয়েছে সবুজ সাথীর সাইকেল?

আরও পড়ুন : KKR হারতেই বিস্ফোরক গম্ভীর, BCCI-র কাছে রাখলেন নয়া দাবি! বড় বদল আসতে পারে IPL-এ

সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশের খুলনার একটি হাটে সারি সারি সাইকেল দাঁড় করানো রয়েছে। সাইকেলগুলি অবিকল সবুজ সাথীর সাইকেলের মত দেখতে। যিনি ভিডিও পোস্ট করেছেন তিনি নিজেও জানিয়েছেন যে, এগুলি ভারতের সাইকেল। তারপর থেকেই শুরু হয়েছে তরজা।

আরও পড়ুন : মাথায় বাজ ধোনি, ইশানের! উঠল দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

bangladesh (1)

সাইকেলগুলিকে দেখে অনেকেই মনে করছেন যে, এগুলি মুখ্যমন্ত্রীর সবুজ সাথী প্রকল্পের সাইকেল। তবে কি সত্যিই পড়ুয়াদের সাইকেল পাচার হয়ে বাংলাদেশে পৌঁছে গেছে? প্রশ্ন উঠলেও উত্তর এখনও মেলেনি। সাইকেল গুলি সবুজ সাথী প্রকল্পের সাইকেলের মত দেখতে হলেও এগুলি সত্যিই এই প্রকল্পের সাইকেল কী না তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য যে, বাংলা হান্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর