হঠাৎই অসুস্থ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল ফেলুদাকে! কী হলো সব্যসাচী চক্রবর্তীর?

বাংলাহান্ট ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সূত্রের খবর, গতকাল রাতে অসুস্থতা অনুভব করার হাসপাতালে ভর্তি করানো হয়েছে সব্যসাচী চক্রবর্তীকে। পরিবারের তরফে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তীর সাথে। 

মিঠু চক্রবর্তী বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাননি। তবে সব্যসাচী চক্রবর্তীর হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারটিতে তিনি সম্মতি জানিয়েছেন। শুধু বলেছেন,  “আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।” একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, গতকাল রাতে বুকে ব্যথা হওয়ায় আজ সকালে সব্যসাচীকে ভর্তি করানো হয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

আরোও পড়ুন : অ্যাকাউন্ট আছে SBI-তে? ৩১ মার্চের মধ্যেই করুন এই কাজটি করলেই লাগবে লটারি

হৃদরোগ বিশেষজ্ঞ ড. প্রিয়ম মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এছাড়াও জানা গেছে, অভিনেতার হার্টে সম্পূর্ণ ব্লকেজ ধরা পড়েছে। বসাতে হবে পেসমেকার। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন সব্যসাচী। সম্প্রতি ছিল সব্যসাচীর পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রাশনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে।

sabyasachi chakraborty

নিজে থেকে গোটা অনুষ্ঠানের তদারকি করেছেন। হাসি মুখে ছবি তুলেছেন। সব্যসাচীর সাথে যে নাতি ধীরের সম্পর্ক খুবই মধুর তা আগেও জানিয়েছিলেন গৌরব। গৌরব জানান, সব্যসাচী ধীরের সাথে সময় কাটাতে, খেলা করতে পছন্দ করেন। এই আবহে হঠাৎ করে এল অভিনেতার অসুস্থ হওয়ার খবর। সব্যসাচী চক্রবর্তীর অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর অনুরাগীরা।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর