ক্লিন শেভ করে নতুন কাজে সব‍্যসাচী, কথা রাখতে পারলেন না, ঐন্দ্রিলার মাকে ফোন করে আক্ষেপ অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: ২০ নভেম্বর ২০২২ থেকে ৭ জানুয়ারি ২০২৩। কেটে গিয়েছে দেড় মাসেরও বেশি সময়। এতদিন পর মুখে হাসি ফুটল ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) এবং সব‍্যসাচী চৌধুরীর (Sabyasachi) ভক্তদের মুখে। শনিবার একেবারে নতুন লুকে ধরা দিলেন অভিনেতা। জল্পনা সত‍্যি করে নতুন সিরিয়াল নিয়ে ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি। এবার কালী সাধক রামপ্রসাদের চরিত্রে দেখা যাবে প্রাক্তন ‘বামাক্ষ‍্যাপা’কে।

গত ২০ নভেম্বর সবথেকে কাছের মানুষ ঐন্দ্রিলাকে হারান সব‍্যসাচী। প্রয়াত অভিনেত্রীর শেষকৃত‍্য করেই সবার চোখের আড়ালে চলে গিয়েছিলেন তিনি। এক মাস পর বছরের শেষ সন্ধ‍্যায় ক‍্যামেরার সামনে ধরা দেন সব‍্যসাচী। তখনি নজর কেড়েছিল তাঁর ক্লিন শেভ লুক। এবার জানা গেল, নতুন সিরিয়ালের জন‍্যই গোঁফ দাড়ি কাটতে হয়েছে সব‍্যসাচীকে।

Sabyasachi chowdhury
শনিবারই প্রকাশ‍্যে এসেছে অভিনেতার নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’ এর প্রথম প্রোমো। ঐন্দ্রিলার স্মৃতি সঙ্গে নিয়েই নতুন কাজে হাত দিচ্ছেন সব‍্যসাচী। কিন্তু একটা আক্ষেপ মন থেকে দূর হচ্ছে না তাঁর। ঐন্দ্রিলাকে দেওয়া কথা রাখতে পারলেন না যে।

প্রয়াত অভিনেত্রীর মা সংবাদ মাধ‍্যমকে জানান, প্রতিদিন নিয়ম করে দু বেলা ফোন করেন সব‍্যসাচী। এদিনও সকালে সিরিয়ালের প্রোমোটা পাঠিয়েই ফোন করেছিলেন। দাড়ি গোঁফ কাটার আগেও ফোন করে আক্ষেপ করেন, ‘কাকিমা আমি তো কথা রাখতে পারলাম না’। আসলে ঐন্দ্রিলা সব‍্যসাচীর ক্লিন শেভ লুক মোটে পছন্দ করতেন না। দাড়ি গোঁফ কাটতে চাইতেন না সব‍্যসাচীও। কিন্তু সিরিয়ালের জন‍্য যেটা দরকার সেটা তো করতেই হবে।

sabyasachi ramprasad
প্রয়াত ঐন্দ্রিলার মা শিখা শর্মা সেটাই বুঝিয়েছেন সব‍্যসাচীকে। তবে মজা করে এও বলেছেন, মিষ্টি (ঐন্দ্রিলার ডাক নাম) থাকলে চিবিয়ে খেয়েই ফেলতেন তাঁর ‘সব‍্য’কে। সায় দিয়ে অভিনেতা বলেছেন, তিনি নিজেও দাড়ি কাটার সময়ে সেকথা অনেকবার ভেবেছেন।

https://www.instagram.com/reel/CnGOUOEhZI5/?igshid=YmMyMTA2M2Y=

 

শিখা শর্মা জানান, সব‍্য ঐন্দ্রিলার রসায়নটা খুব সুন্দর ছিল। ঐন্দ্রিলা যা বলতেন সেটাই ঠিক বলে মেনে নিতেন সব‍্যসাচী। এমনকি ভুল হলেও। তাই নিয়ে মজাও করতেন অভিনেত্রীর মা। সব‍্যসাচী তখনো আগলাতেন ঐন্দ্রিলাকেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর