ফেসবুকের পর ইনস্টাগ্রাম, সোশ‍্যাল মিডিয়ার অযাচিত ভিড় থেকে নিজেকে দূরে সরাচ্ছেন সব‍্যসাচী

বাংলাহান্ট ডেস্ক: দু দিন হতে চলল প্রয়াত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁকে হারিয়ে অন‍্যরা আবারো স্বাভাবিক জীবন, কাজের মধ‍্যে ফিরে এলেও এখনো শোকাচ্ছন্ন অভিনেত্রীর কাছের মানুষরা। ঐন্দ্রিলার ছায়াসঙ্গী যিনি শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলেন তাঁর, সেই সব‍্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) কেমন আছেন তা জানার জন‍্য অনেকেই উদ্বেগে রয়েছেন।

ঐন্দ্রিলার মৃত‍্যুর খবর প্রকাশ‍্যে আসা মাত্রই নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাকটিভেট করে দিয়েছিলেন সব‍্যসাচী। এবার ইনস্টাগ্রাম থেকেও বিদায় নিলেন তিনি। ইনস্টাগ্রামে ততটা সক্রিয় ছিলেন না সব‍্যসাচী। তবে ঐন্দ্রিলা প্রায়ইছবি শেয়ার করে তাঁকে ট‍্যাগ করতেন।

Aindrila sharma sabyasachi chowdhury
গত ১৯ নভেম্বরই ফেসবুক থেকে নভেম্বর মাসের ঐন্দ্রিলাকে নিয়ে লেখা সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন সব‍্যসাচী। ২০ শে নভেম্ব‍র মুছেই ফেলেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট। আর এবার ইনস্টাগ্রাম থেকেও বিদায় নিলেন তিনি। ঐন্দ্রিলা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সোশ‍্যাল মিডিয়ার কাটাছেঁড়ার জগৎ থেকে নিজের দূরত্ব বাড়াচ্ছেন সব‍্যসাচী।

ঐন্দ্রিলা দ্বিতীয় বার ক‍্যানসার আক্রান্ত হওয়ার সময় থেকেই তাঁর শরীর স্বাস্থ‍্যের আপডেট সোশ‍্যাল মিডিয়ায় দিতে শুরু করেন সব‍্যসাচী। ঐন্দ্রিলা কেমন আছেন, কী করছেন, কী বলছেন, তাঁর আনন্দ, কষ্ট সবটাই ফুটিয়ে তুলতেন নিজের সাবলীল লেখনীর মাধ‍্যমে। অভিনেত্রী সুস্থ হয়ে ফেরার পর বইও প্রকাশ পেয়েছিল লেখক সব‍্যসাচীর। উচ্ছ্বসিত ঐন্দ্রিলা বই হাতে নিয়ে ছবি তুলেছিলেন তাঁর সব‍্যর পাশে, যা এখনো জ্বলজ্বল করছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

সব‍্যসাচীর ঘনিষ্ঠ বন্ধু সৌরভ দাস আগেই জানিয়েছিলেন, আর কোনোদিন লিখবেন না অভিনেতা। ঐন্দ্রিলা ভালবাসতেন বলেই কলম ধরেছিলেন তিনি। কিন্তু এখন ঐন্দ্রিলা নেই, লেখার তাগিদও নেই সব‍্যসাচীর। সোশ‍্যাল মিডিয়ার ভিড় থেকে দূরে ঐন্দ্রিলার স্মৃতি নিজের মনেই রাখতে চান তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর