‘কাউকে কিছু প্রমাণ করার নেই’, ঐন্দ্রিলার স্মৃতি বুকে কাজে ফিরে প্রথম মন্তব্য সব্যসাচীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সময় কারোর জন্য থেমে থাকে না। যে মানুষটা চলে গিয়েছে তার স্মৃতি সঙ্গে নিয়েই সময়ের ঘূর্ণিতে গা ভাসান প্রিয়জনেরা। এখন যেমনটা করছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) বাবা, মা, দিদি সব্যসাচীরা (Sabyasachi Chowdhury)। গত ২০ নভেম্বর প্রয়াত হন ঐন্দ্রিলা। দু মাস কাটতে চলল প্রিয় ‘মিষ্টি’কে ছাড়া দিন যাপন করছে তাঁর পরিবার। সুন্দর স্মৃতিগুলো সঙ্গে নিয়েই কাজে ফিরেছেন ঐন্দ্রিলার বাবা, মা, দিদি। খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরবেন সব্যসাচী চৌধুরীও।

এই শুটিং ফ্লোরেই প্রথম আলাপ হয়েছিল সব্যসাচী ঐন্দ্রিলার। একই সিরিয়ালে অভিনয় করতে গিয়ে প্রথম একে অপরের সঙ্গে পরিচয় তাঁদের। তারপরেই শুরু হয় এক মিষ্টি প্রেম কাহিনির যার সাক্ষী থেকেছে দুই বাংলার মানুষ। ঐন্দ্রিলার অসুস্থতার আগে একই ওয়েব সিরিজে একই সঙ্গে ডেবিউও করেছেন দুজনে।

কিন্তু এবার সব্যসাচী একাই ফিরবেন ফ্লোরে। সঙ্গে থাকবে প্রিয় মানুষটার স্মৃতি। পর্দার ‘বামাক্ষ্যাপা’ এবার ‘কালীসাধক রামপ্রসাদ’ হয়ে ফিরছেন স্টার জলসায়। একই চ্যানেল, শুধু সিরিয়াল আর সহকর্মীরা আলাদা। অন্যরা যখন ভিন্ন ভিন্ন ধরণের সিরিয়ালে ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ খুঁজছেন, তখন সব্যসাচীকে দেখা যাচ্ছে একই রকম ভক্তিমূলক সিরিয়াল। টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় নেই?

সংবাদ মাধ্যমের প্রশ্নে সব্যসাচী উত্তর দেন, তাঁকে কেউ এই চরিত্রগুলো করার জন্য জোর করেনি। তাঁর নিজের পছন্দ বলেই তিনি করছেন। তাই টাইপকাস্ট হওয়ার প্রশ্ন নেই। তবে একই সঙ্গে সব্যসাচী বলেন, ভক্তিমূলক সিরিয়ালে অভিনয় বেশি করেন মানে এই নয় যে তিনি অন্য ধরণের গল্প পছন্দ করেন না।

আসলে কাজের মধ্যেই আনন্দ খুঁজে পান সব্যসাচী। সে চরিত্র যেমনই হোক না কেন। পাশাপাশি অভিনেতার স্পষ্ট বার্তা, তিনি কোন ধরণের চরিত্রে অভিনয় করতে সাবলীল সেটা দেখানোর জন্য কিছু করতে চান না তিনি। কাউকেই কিছু প্রমাণ করার নেই তাঁর।

sabyasachi aindrila

ছোটপর্দায় সব্যসাচীর শেষ কাজ ‘মহাপীঠ তারাপীঠ’। আর তারপর ‘ভাগাড়’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। মাঝে বেশ কিছুদিনের বিরতিতে ছিলেন সব্যসাচী। সবথেকে প্রিয় মানুষটাকে হারানোর প্রাথমিক ধাক্কাটা সামলেই আবার নিজেকে জড়িয়ে ফেলতে চলেছেন কাজের মধ্যে।

তবুও এখনো শুটিং ফ্লোরে গেলে মনের মধ্যে একটা দ্বিধাবোধ তৈরি হয় সব্যসাচীর। যেমনটা ভাবছেন বা যেমনটা চাইছেন, ঠিক তেমনি ভাবে ফুটিয়ে তুলতে পারবেন তো অভিনয়? জানুয়ারির শেষের দিকেই শুটিং শুরু হবে নতুন সিরিয়ালের। আপাতত সাধক রামপ্রসাদ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। তাঁর মতে, তিনি ভাগ্যবান। নিজের ইচ্ছা মতো কাজে ফেরার উপায় আছে তাঁর। অনেকে সেই সুযোগটুকুও পায় না বলে আক্ষেপ করেন সব্যসাচী।

সম্পর্কিত খবর

X