BIG BREAKING মেয়র পদথেকে পদত্যাগ করলে সব্যসাচী

Published On:

বাংলা Hunt :এই মুহূর্তে সব থেকে বড় খবর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত ইস্তফা দিলেন, তিনি জানালেন যে আমি একাধিকবার বেআইনি নির্মাণ এর এর বারবার প্রতিবাদ করেছি, বারবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো ইতিবাচক ভূমিকা পায়নি এবং গরীব মানুষদের সার্থ্যে যেভাবে বেআইনি নির্মাণ করা হয়ছে তাতে আমি সব সময় বাঁধা দিয়ছি।

তাই আমাকে মনে হয়েছে যে এই পদে থাকা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তাই আমি মানুষের সাথে থাকবো তাই মেয়র পথ পদত্যাগ করলাম।

অসদ জিনিসে আপস করনি আর আপস ও করবো না।

X